বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে দু’রকম মত চলছে! সম্প্রতি প্রকাশ্যে একথা স্বীকার করে নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা ব্রাত্য বসু (Bratya Basu)। কয়েকদিন আগেই প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ‘ধমক’ খেয়েছিলেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই এবার বিস্ফোরক দাবি করলেন ব্রাত্য।
‘দলে দু’রকম মত রয়েছে’! স্বীকারোক্তি ব্রাত্যর (Trinamool Congress)
কিছুদিন আগে ‘শিল্পী বয়কট’ প্রসঙ্গে নিজের মতামত রেখেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বলেছিলেন, আরজি কর আন্দোলনের সময় যে সকল শিল্পী রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন, তাঁদের যেন বয়কট করা হয়। এদিকে সম্প্রতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য দলের অবস্থান নয়।
এরপর কুণাল (Kunal Ghosh) পাল্টা বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলেই তিনি মানবেন যে ‘ভুল’ বলেছিলেন। এসবের মাঝেই এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য। ‘শিল্পী বয়কট’ ইস্যুতে তিনি বলেন, ‘দেখা যাচ্ছে যে দলে দু’রকম মত রয়েছে। আমাদের দল রেজিমেন্টেড নয়। অনেক খোলামেলা। তাই কেউ কারোর কথা বলতেই পারেন’।
আরও পড়ুনঃ শৌচালয়েও নজর রাখতে হবে শিক্ষকদের! মাধ্যমিক নিয়ে কড়া নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের
এখানেই না থেমে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিয়েও মুখ খোলেন ব্রাত্য। শিক্ষামন্ত্রী বলেন, ‘দলে অভিষেকের জায়গা আমার চেয়ে অনেক উঁচুতে। তাই অভিষেক ঠিক নাকি কুণাল সেটা আমি বলতে পারব না। তবে দলের একজন সদস্য হিসেবে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত’।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা শিল্পীদের উদ্দেশেও এদিন বার্তা দেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বলেন, ‘আমার পরিচালিত দল মোদী সরকারের থেকে কোনও অনুদান নেয়নি। এখন যে শিল্পীরা এখানে সমালোচনা করেছিলেন, তাঁরাই ঠিক করুন যে রাজ্য সরকারের অনুগ্রহ নেবেন কিনা। বিরোধিতাও করব, আবার অনুদানের জন্য নাকে কাঁদব, দু’টো একসঙ্গে তো হতে পারে না’।