ভারতের ট্রেনগুলোতেই আছে ৮ রকমের কামরা! কোনটির সুবিধা কী, জানেন না ৮০% লোকই

বাংলাহান্ট ডেস্ক : ভারতবর্ষে পরিবহনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ হল ট্রেন ব্যবস্থা। এই ট্রেনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত। কর্ম ক্ষেত্রে যাওয়া হোক কিংবা ঘুরতে যাওয়া, স্বল্প খরচে নিশ্চিন্তে ভ্রমণের সেরা বিকল্প হল এই রেল ব্যবস্থা। তবে দূরপাল্লার ট্রেনে থাকে বিভিন্ন ধরনের কোচ। আমরা অধিকাংশ মানুষই এই কোচগুলি সম্পর্কে বিস্তারিত জানিনা।

ভারতীয় রেলে কোচগুলিকে আটটি বিভাগে বিভক্ত করা হয়। শ্রেণীর দিক থেকে দেখলে মোট চার ধরনের শ্রেণী রয়েছে ভারতীয় রেলে। এগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত (Air Conditioned), ফার্স্ট ক্লাস (First Class), স্লিপার ক্লাস (Sleeper Class), জেনারেল বা অসংরক্ষিত শ্রেণি (General Class or Unreserved)। এছাড়াও চেয়ার কার আছে। এই চেয়ার কারকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি শীততাপ নিয়ন্ত্রিত অন্যটি সাধারণ।

শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ ক্লাস (Air Conditioned Executive Class) : এই ধরনের কামরা খুব কম ট্রেনে দেখা যায়। শীততাপ নিয়ন্ত্রিত এক্সিকিউটিভ ক্লাস ব্যয় সাপেক্ষ। বন্দে ভারত (Vande Bharat), তেজস (Tejas), গাইতামান এবং শতাব্দী এক্সপ্রেসে এই ধরনের কোচ রয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণি (Air Conditioned First Class) : সর্বাধিক চারটি বার্থ থাকে এই ধরনের কামরায়। এই ধরনের কামরাগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক হয়ে থাকে। এছাড়াও থাকে বার্থ লক করার সুবিধা।

শীতাতপ নিয়ন্ত্রিত টু টায়ার শ্রেণি (Air Conditioned Two-Tier Class) : দুটি উপরের বার্থ এবং দুটি নিচের বার্থ থাকে এই ধরনের কামরায়। এই ধরনের কোচে দরজার বদলে থাকে পর্দা।

শীতাতপ নিয়ন্ত্রিত থ্রি-টায়ার শ্রেণি (Air Conditioned Three Tier Class) : শীততাপ নিয়ন্ত্রিত এই কোচগুলিতে মোট তিনটি বার্থ থাকে। এগুলি হল আপার, মিডল এবং লোয়ার। পর্দা বা লকের সুবিধা থাকে না এই ধরনের কোচে।

indian railway uses 8 types of coach know the details

স্লিপার ক্লাস (Sleeper Class) : যারা ট্রেনে করে দূর সফরে যান তাদের কাছে স্লিপার ক্লাস অত্যন্ত পরিচিত একটি নাম। আপার, লোয়ার এবং মিডিল তিন ধরনের বার্থ সম্বলিত এই ক্লাসে অত্যন্ত কম খরচে সফর করা যায়।

এসি চেয়ার কার ( Chair Car) : কম দূরত্বের ট্রেনে এই ধরনের এসি চেয়ার কার থাকে।

চেয়ার কার ( Chair Car) : নন এসি এই ধরনের সিট দেখা যায় কম দূরত্বের ট্রেনে।

জেনারেল বা অসংরক্ষিত শ্রেণি (General Class or Unreserved) : এই শ্রেণিগুলিতে বসার ব্যবস্থা থাকে, কিন্তু সেগুলি সংরক্ষণ করা যায়না। আগে আসার ভিক্তিতে এই সিটে বসা যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর