পুজোর মাসে দ্বিগুণ রেশন! কোন কার্ডে কত? রইল অক্টোবরের হাতেগরম তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ মহালয়ার সঙ্গেই রাজ্যজুড়ে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবীপক্ষের সূচনা। কয়েকদিন পর থেকেই পুজোর আনন্দে মেতে উঠতে বাঙালি। এমতাবস্থায় রেশন নিয়ে সামনে এল বড় খবর। এই বছরও অতিরিক্ত রেশন দেবে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতর। কোন কার্ডে (Ration Card) কত রেশন সামগ্রী পাওয়া যাবে, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই তালিকা।

  • অক্টোবরে মিলবে অতিরিক্ত রেশন (Ration Card)!

প্রত্যেক মাসে রেশন কার্ডধারীদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ রেশন (Ration) সামগ্রী দেওয়া হয়। অক্টোবর মাসেও এর অন্যথা হবে না। তবে এবার পুজোর কারণে অনেককে বাড়তি সামগ্রী প্রদান করা হবে। কোন কার্ডে কত পাওয়া যাবে সেই তথ্য একবার দেখে নেওয়া যাক।

  • অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড (Antyodaya Anna Yojana Card)

যে সকল রেশন কার্ডধারীর (Ration Card) এই কার্ড রয়েছে তাঁরা সবচেয়ে বেশি রেশন সামগ্রী পাবেন। এই কার্ডে গ্রাহকরা মাথাপিছু ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গম এবং ১ কেজি চিনি পাবেন। তবে কেউ যদি চান গমের বদলে ১৪ কেজি আটা অথবা চাল নিতে পারেন।

আরও পড়ুনঃ ‘রাজনীতি ছেড়ে দেব’! পুজোর আবহেই জোর ঝটকা! তৃণমূল বিধায়কের কথায় তোলপাড়

  • রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা (RKSY-1, RKSY-2)

RKSY-1 এবং RKSY-2 কার্ডে আগে ৫ কেজি করে চাল দেওয়া হতো। তবে এখন আর সেটা পাওয়া যায় না। বর্তমানে এই কার্ডে মাথাপিছু ২ কেজি করে চাল (ফ্রি-তে) প্রদান করা হয়। গম অথবা অন্য কোনও রেশন সামগ্রী এই কার্ডে দেওয়া হয় না।

Ration card items in October

  • স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH, PHH)

এই দুই ধরণের কার্ড থাকলে অক্টোবর মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ১ কেজি ৯০০ গম অথবা ২ কেজি আটা পাওয়া যাবে। এই কার্ডে চিনি পাওয়া যায় না। শুধুমাত্র অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডেই তা মেলে। তবে স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের (Ration Card) গ্রাহকরা চাইলে গমের পরিবর্তে চাল নিতে পারেন। তবে রেশন দোকানে চাল মজুত থাকলেই সেটা হবে। নাহলে গমই নিতে হবে।

উল্লেখ্য,রেশন বণ্টনের ক্ষেত্রে রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে। এবার থেকে গ্রাহকদের রেজিস্টার্ড নম্বরে মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে, তাঁরা কোন মাসে কত রেশন সামগ্রী পাবেন। এর ফলে গ্রাহকদের সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর