সরকারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে কৃষক আন্দোলনে যোগ দিলেন DIG

বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন ডিআইজি লখবিন্দর সিংহ জখর (lakhwinder singh jakhar)। কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে ছেড়ে দিলেন নিজের ডিআইজির পদ। ইস্তফা পত্র পাঠালেন পাঞ্জাব সরকারকে। এবার সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিল বাতিল করার বিষয়ে আন্দোলনরত কৃষকদের সমর্থন করতে মাঠে নেমে পড়লেন।

পাঞ্জাবের কৃষকদের পাশে দাঁড়ালেন অনেকেই
অন্যান্য জায়গায় ব্যতিক্রম হলেও, পাঞ্জাবে কৃষকদের আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়া জগতের মানুষ, সকলেই কৃষকদের পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

kjnkjnskjn

ফিরিয়ে দিচ্ছেন প্রাপ্য পুরস্কার
এমনকি কেন্দ্রের বিরুধে প্রতিবাদ এতদূর এগিয়েছে যে, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal) তাঁর প্রাপ্য পদ্মবিভূষণ পদও ত্যাগ করার ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যসভার সাংসদ সুখদেব সিং ধীন্দসাও নিজের পদ্মভূষণ পদ ফিরিয়ে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। পূর্বেই কৃষক আন্দোলনের সমর্থন করে পাঞ্জাবের সাহিত্য আকাদেমি পুরষ্কারের বিজয়ী পাঞ্জাবের বিখ্যাত কবি ডঃ মোহনজিৎ, বিশিষ্ট চিন্তাবিদ ডঃ জসবিন্দর সিংহ এবং পাঞ্জাবি নাট্যকার এবং একটি সংবাদপত্রের সম্পাদক তাদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন।

পুরস্কার ফেরালেন ক্রীড়াবিদরাও
শুধুমাত্র সমাজের রাজনীতিবিদ এবং সাহিত্যিকরাই নন, পুরস্কার ফিরিয়ে দেওয়ার তালিকায় নাম লিখিয়েছেন ক্রীড়াবিদরাও। সেই তালিকায় রয়েছেন ২৭ জন খেলোয়াড়। তারা হলেন- কর্নেল বলবীর সিং, গুরমেল সিং, গোল্ডেন গার্ল রাদবীর কৌর, শম লাল, হরবিন্দর সিং, হারমিন্দর সিং, সুমন শর্মা, প্রেমচাঁদ ডোগরা, বলভিন্দর সিং, জগদীশ সিং, বলদেব সিং, অজিত সিং, কর্তার সিংহ কুস্তিগীর, ব্রিগ হরচরণ সিং, দবীদার সিং গারচা, সুরিন্দর সোধি, গুন্দীপ কুমার, সুশীল কোহলি, মুখবাইন সিং, হারমিক সিং, অজিত পাল সিং, চঞ্চল রন্ধাওয়া, সজন সিং চীমা, হরদীপ সিং এবং সরোজ বালা প্রমুখরা।


Smita Hari

সম্পর্কিত খবর