দীঘা যাওয়ার ইচ্ছে থাকলে আপনার জন্য সুখবর, নতুন করে সেজে উঠছে এই জায়গা!

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, বাঙালির ভ্রমণ মানেই দীপুদা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। বাঙালির কাছে দীঘা খুবই পছন্দের এক টুরিস্ট ডেস্টিনেশন (Tourist Destination)। ছুটি পেলেই বাঙালি ছুটে যায় দীঘা (Digha)। এছাড়াও, বছরভর দীঘায় পর্যটকদের আগমন লেগে থাকে। সাধারণত কলকাতার বাসিন্দারাই বেশিই দীঘায় যান। ছুটি পেলেই “ক্যালকেসেশিয়ান” রা পড়ি জমান দীঘা বা মন্দারমনির সৈকতে।

বছরের বিভিন্ন সময়ে দীঘায় পর্যটকরা যাতায়াত করেন। যদি আপনিও এই মরশুমে দীঘা যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার রয়েছে সুখবর। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ এবার নতুন ভাবে সাজিয়ে তুলছে অমরাবতী পার্ককে। জানা যাচ্ছে, দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ ১০ লাখ টাকার বিনিময়ে পার্কটি সাজিয়ে তুলবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এপ্রিল মাসে যেতে পারেন পূর্ব মেদিনীপুর সফরে। মুখ্যমন্ত্রীর আগমনের কথা মাথায় রেখেই প্রশাসন দীঘাকে সাজিয়ে তুলতে উদ্যোগী। নতুন ভাবে সাজানোর পাশাপাশি দীঘায় তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। এরই সাথে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অমরাবতী পার্ককে নতুন ভাবে সাজানো হবে।

digha amarabati park

এরই মধ্যে নারায়ণ দেবনাথের বিভিন্ন কার্টুন চরিত্রে সাজানো হয়েছে পার্কের ভিতর। হাঁদাভোঁদা, বাঁটুল দি গ্রেটের মূর্তি বসানো হয়েছে পার্কের ভিতর। এছাড়াও ভেঙে যাওয়া কাঠের সেতু সারানো হবে বলে খবর। এছাড়াও, পার্কে প্রযুক্তিগত দিকটিও এরই সাথে উন্নত করা হবে। এছাড়াও, এই পার্কে বসানো হবে সাউন্ড সিস্টেম। পাশাপাশি, এই পার্কে আসন সংখ্যাও বৃদ্ধি করা হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর