বাংলাহান্ট ডেস্ক : দীঘায় (Digha) এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে পক্ষী প্রেমীদের জন্য। প্রশাসনের উদ্যোগে সৈকত নগরীতে তৈরি হতে চলেছে পাখিদের নতুন ঠিকানা। দীঘার আকাশ-বাতাসে এবার কান পাতলেই শোনা যাবে পাখিদের গুঞ্জন। নতুন এই উদ্যোগের ফলে পর্যটকদের কাছে নতুন রূপে ধরা দেবে বাংলার এই বিখ্যাত পর্যটন কেন্দ্রটি।
দীঘায় (Digha) এবার বিশেষ আকর্ষণ
দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ তৈরি করতে চলেছে পাখিরালয়। নতুন এই উদ্যান গড়ে তোলা হবে দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উল্টোদিকে রাস্তার পাশে বনাঞ্চল এলাকায়। জগন্নাথধাম দর্শনের সাথে সাথে পর্যটকদের কাছে নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই পাখিদের নয়া ঠিকানা। সৈকত ভ্রমণের পাশাপাশি পর্যটকরা কিছুটা সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলে।
পাখিদের (Bird) কলরবে সতেজ করে নিতে পারবেন মন। নতুন এই পার্ক তৈরির তোড়জোড় ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। জলাশয় থেকে পরিস্কার করা হচ্ছে ঝোপঝাড়। এই বনাঞ্চলে নানারকম পাখিদের আনাগোনা লেগে থাকে সারা বছর। জলাশয়টিকে পরিষ্কার করলে আরো বেশি পরিমাণ পাখিদের আস্তানা হয়ে উঠবে এই অঞ্চল।
আরোও পড়ুন : ১৩ দিন খুলবে না ব্যাঙ্ক! জানুয়ারির Holiday List ধরিয়ে দিল RBI, ভোগান্তি এড়াতে দেখুন আগেভাগেই
এই বিষয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের উন্নয়ন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্ব কুমার বিশ্বাস জানান, এমনিতেই এই এলাকায় পাখিরা আসা যাওয়া করে। জগন্নাথ মন্দিরের উল্টো দিকের বনাঞ্চল পরিষ্কার করা হচ্ছে। বেশকিছুটা কাজ অগ্রসর হয়েছে। অন্যান্য কাজ হবে দ্বিতীয় দফায়। সেই উদ্দেশ্যে টেন্ডার ডাকা হয়েছে।
ঝুলন্ত খাঁচা, হাঁড়ি সহ একাধিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে নতুন এই নেচার পার্কের জন্য। এমনকি পাখিদের খাওয়ার জন্য করা হচ্ছে বিশেষ ব্যবস্থা। পার্কের প্রবেশ পথে বসানো হচ্ছে জিরাফ, হরিণ, হাতির মডেল। উন্নয়ন সংস্থার কর্তারা আশা করছেন আগামীদিনে দীঘার (Digha) এই পার্কটি শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে।