বাংলার ভাগ্য বদলাবে দীঘার জগন্নাথ মন্দির! প্রকাশ্যে এলো বিরাট আপডেট

   

বাংলাহান্ট ডেস্ক : হাতে গোনা আর কয়েকটা দিন পরই রথযাত্রা উৎসব। দীঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রথযাত্রা উৎসবের জন্য এখনো সাজো সাজো রব। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও তৈরি হয়েছে একটি জগন্নাথ মন্দির। সেই মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। তার পাশাপাশি রথ তৈরির কাজে চলছে জোরকদমে।

আগামী ৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়া নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। সত্যিই কি তাহলে রথ যাত্রার দিনেই দীঘার (Digha) জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে? উঠছে প্রশ্ন। রবিবার রথযাত্রা হলেও সেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কোন সম্ভাবনা নেই বলেই খবর। সমুদ্র এবং জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর পুরীতে বহু মানুষের সমাগম হয়।

আরোও পড়ুন : যোগীর মতোই চলল বুলডোজার! TMC কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিল মমতার প্রশাসন

রথযাত্রার দিনে তো আরও বেশি ভিড় হয় সেখানে। তাই বাঙালি পর্যটকদের মন জিতে নিতে দীঘায় সমুদ্র দর্শনের পাশাপাশি সাধারণ মানুষ জগন্নাথ দেবের দর্শন পান, সে কথা ভেবে চিন্তেই জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দীঘার (Digha) জগন্নাথ মন্দির তৈরির কাজ এখন শেষের পথে। মন্দিরের পাশাপাশি তৈরি হচ্ছে রথ।

আরোও পড়ুন : বাড়বে দুর্ভোগ! সপ্তাহভর বৃষ্টি থামবেই না দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে: আবহাওয়ার খবর

পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের কোন সম্ভাবনা নেই। কারণ মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়নি। দীঘা রেল স্টেশন সংলগ্ন ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে। ২০০ কোটি টাকা খরচ করে ২০২২ সাল থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। এখন কাজ প্রায় শেষের দিকে।

digha jagannath mandir

সম্প্রতি মন্দির নির্মাণ পরিদর্শন করেছেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য প্রশাসনিক আধিকারিকরা। তবে জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই প্রসঙ্গে কোন কিছুই ঘোষণা করেনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর