পর্যটকদের জন্য দারুণ খবর! উদ্বোধন হল দিঘার মেরিন ড্রাইভের! মিলবে এই বাড়তি সুবিধাগুলি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। উদ্বোধন হয়ে গেল দীঘার মেরিন ড্রাইভের। আজ তমলুকে একটি প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন দীঘা মেরিন ড্রাইভের।

মুখ্যমন্ত্রী বলেন, এখন দীঘা একটি আন্তর্জাতিক টুরিস্ট স্পট। এছাড়াও তাজপুরে তৈরি হবে পোর্ট। সেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি নয়ন চড়ে তৈরি হবে ইকো হাব। সেখানেও অনেক কর্মসংস্থান হবে বলে আশা মুখ্যমন্ত্রীর।

দীঘা মেরিন ড্রাইভ কি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘা থেকে কাঁথি পর্যন্ত সৈকতের পার দিয়ে সুবিশাল এই রাস্তাটি তৈরি করা হয়েছে। এই মেরিন ড্রাইভের দৈর্ঘ্য মোট ৩০ কিলোমিটার। এই রাস্তার ফলে পর্যটকরা অতিদ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই রাস্তাটি বিস্তৃত দীঘা থেকে শংকরপুর হয়ে মন্দারমনি পর্যন্ত। সমুদ্রের ধার দিয়ে তৈরি এই রাস্তাটি সহজেই পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। আশা করা হচ্ছে এই রাস্তা উদ্বোধনের পর টুরিস্ট স্পট গুলিতে বৃদ্ধি পাবে পর্যটকের সংখ্যা।

দীঘায় মেরিন ড্রাইভ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে কিছু নির্দেশও দেন। এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কমাতে নির্দেশ দেন তিনি। এছাড়াও ডেঙ্গি প্রতিরোধে স্থানীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে তাও তিনি জানতে চান।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় মেরিন ড্রাইভ তৈরির ইচ্ছা প্রকাশ করেন ২০১৫ সালে। সেইমতো টেন্ডার ডেকে শুরু হয় কাজ। এই বছর পুজোর আগেই তা খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। সব মিলিয়ে, সৈকতপ্রেমীদের  জন্য সুসংবাদ এল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X