পর্যটকদের জন্য বড় খবর! দিঘায় জগন্নাথ মন্দিরের পাশে দুর্ধর্ষ চমক রেলের, জানলে আপনিও হবেন খুশি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : হাতে দু-একদিনের ছুটি পেলে দিঘা (Digha) ভ্রমণ আম বাঙালির ‘ঐতিহ্যবাহী ট্র্যাডিশন।’ শুধু বাঙালি কেন, দিঘার সমুদ্র সৈকতে বন্ধুবান্ধব বা প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে। গত কয়েক বছরে রাজ্য সরকারের উদ্যোগে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে সৈকত নগরীতে।

দিঘায় (Digha) এবার নয়া চমক

এবার দিঘার (Digha) মুকুটের নয়া পালক যুক্ত করতে চলেছে জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় জগন্নাথ ধাম নির্মাণের কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তবে জগন্নাথ ধামের পাশেই নতুন ট্রেন রেস্তোরাঁ এখন কৌতুহল জাগাচ্ছে পর্যটকদের মধ্যে।

আরও পড়ুন : ‘কাটমানি খাওয়ায় সিদ্ধহস্ত তৃণমূলের নেতা-কর্মী’! ভিডিও শেয়ার করে ‘পর্দাফাঁস’ করলেন শুভেন্দু

ট্রেনের কামরার আদলে নয়া এই আধুনিক রেস্তোরাঁ (Resturant) গড়ে উঠেছে দিঘা স্টেশনের পাশেই জগন্নাথ ধামের (Jagannath Temple) খুব কাছে। একটি পরিত্যক্ত ট্রেনের বগিতেই তৈরি হয়েছে এই রেস্তোরাঁ। ট্রেনের একটি কামরাকে রাস্তার পাশে এনে দেওয়া হয়েছে রেস্তোরাঁর রূপ। ট্রেন থেকে নেমে ঢিল ছোড়া দূরত্বে এই রেস্তোরাঁয় গেলেই মিলবে হরেক স্বাদের বাহারি খাবার।

আরও পড়ুন : ‘এবার রাজ্যে ১৮০ হব অন্তত’, রাস্তায় নেমে মমতাকে প্রাক্তন করার হুঙ্কার শুভেন্দুর

ইন্ডিয়ান, চাইনিজ, থেকে বাঙালি পদ, আবার বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, অদূর ভবিষ্যতে ফাস্টফুড প্রেমীদের কাছে নিঃসন্দেহে জনপ্রিয় হয়ে উঠতে চলেছে এই রেস্তোরাঁ। শীততাপ নিয়ন্ত্রিত ‘কামরায়’ বসে কব্জি ডুবিয়ে খেতে খেতে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত নিঃসন্দেহে বাড়তি পাওনা পর্যটকদের কাছে। সূত্রের খবর, জগন্নাথ ধামের অদূরে নয়া এই রেস্টুরেন্ট গড়ে উঠেছে রেলের (Indian Railways) উদ্যোগে।

 Digha new attraction beside Jagannath Temple.

ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এলেই নজরে পড়বে এই ট্রেন রেস্তোরাঁ। এই বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা একটা অভিনব উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি।” ইতিমধ্যেই পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নয়া এই ট্রেন রেস্টুরেন্ট। দিনরাত রেস্তোরাঁয় ফুড লাভারদের ভিড়ও চোখে পড়ার মতো। রেস্তোরাঁয় আগত এক পর্যটকের কথায়, ‘খেতে এসেছিলাম এখানে। এক অন্য অনুভূতি। খাবারের মানও খুব ভালো।’

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X