দিঘা-শঙ্করপুরে একাধিক গ্রাম জলমগ্ন, গৃহহীন হাজার হাজার মানুষ

বাংলা হান্টঃ  নিম্নচাপের জেরে মাঝেমধ্যেই জলোচ্ছ্বাস হচ্ছে দীঘা শংকরপুর মন্দারমনি তাজপুরে। আর জলোচ্ছ্বাসের জেরে শংকরপুর তাজপুরের মেরিন ড্রাইভ এর রাস্তা ভেঙে জল ঢুকছে গ্রামে।

বাড়ির মধ্যে ঢুকছে জল চাষের জমি জলের তলায়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তাই এসে দাঁড়িয়েছে গ্রামবাসীরা। কিছুজনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এলাকা পরিদর্শনে যান রামনগরের বিধায়ক অখিল গিরি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা দাস।

Screenshot 2019 0804 093147প্রতিবারেই এই পরিস্থিতি হয় তাই গ্রামবাসীদের ক্ষোভ প্রশাসন এর প্রতি। স্থায়ী ব্যবস্থা না হলে জলোচ্ছ্বাসে ভাসবে সমুদ্র তীরবর্তী গ্রাম গুলি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর