বাংলাহান্ট ডেস্ক : ট্রেন বা বাস নয়, এবার আকাশ পথে সমুদ্র দর্শন। পুজোর আগেই হয়ত দীঘায় (Digha) চালু হতে পারে হেলিকপ্টার পরিষেবা। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে দীঘায় হেলিকপ্টার (Helicopter) পরিষেবার চালুর দাবি উঠছিল। ফের একবার দাবি তোলা হল কলকাতা-দীঘা হেলিকপ্টার পরিষেবা শুরুর ব্যাপারে।
দীঘায় (Digha) হেলিকপ্টার সার্ভিস
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র নগরী দীঘা (Digha) গোটা বাংলার কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। বাঙালির কাছে উইকেন্ড কিংবা দু-একদিনের ছুটিতে ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ সৈকত শহর দীঘা (Digha)। সরকারের তরফ থেকেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে দীঘাকে (Digha) সাজিয়ে তোলার জন্য।
আরোও পড়ুন : মানলেন না সুপ্রিম নির্দেশ, চলবে কর্মবিরতি! মঙ্গলেই স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের: সূত্র
দীঘাকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য ২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করে হেলিকপ্টার সার্ভিস। বেহালা ফ্লাইং ক্লাব থেকে শনি ও রবিবার এই হেলিকপ্টার পরিষেবা চালু করা হয়। হেলিকপ্টার পরিষেবার ভাড়া জন প্রতি ২ হাজার টাকা। তবে করোনা মহামারীর সময় থেকে বন্ধ হয়ে যায় এই কপ্টার পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া এই হেলিকপ্টার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে।
আরোও পড়ুন : পর্দায় ভদ্র আলোকনাথ রাত হলেই অন্য মানুষ! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বর্ষীয়ান অভিনেত্রী
তবে কলকাতা-দীঘা হেলিকপ্টার পরিষেবা ফের একবার চালু করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। পুজোর আগেই এই পরিষেবা শুরু করার দাবি জানানো হয়েছে। সৌন্দর্যগত ও পরিকাঠামগত উন্নতির পাশাপাশি যাতায়াত ব্যবস্থাও বর্তমানে বেশ উন্নত সমুদ্র নগরী দীঘার। তবে হেলিকপ্টার পরিষেবা ফের চালু হলে পর্যটকেরা আরও দ্রুত পৌঁছে যাবেন তাদের পছন্দের সমুদ্র শহরে।
রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সারের কথায়, “এই পরিষেবা চালু হলে পর্যটকরা অনেকটা সুবিধা পাবে। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন শহর দিঘা।” তবে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য জানান, ‘এই মুহূর্তে পরিষেবা চালুর কোনও খবর নেই তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মত পদক্ষেপ গ্রহণ করা হবে।’