বাংলাহান্ট ডেস্ক : দিঘার (Digha) সমুদ্রে ভেসে উঠল অদ্ভুত এক প্রাণী। মুহূর্তে সৈকত জুড়ে ছড়িয়ে পড়ল শোরগোল। ওল্ড দিঘার বিশ্ব বাংলা ঘাটে থাকা পর্যটকদের মধ্যে তখন চূড়ান্ত আতঙ্ক। ভয় পেয়ে অনেকেই পালাতে শুরু করলেন সমুদ্রতট থেকে। এমনিতেই দিঘায় এখন পর্যটকদের ভিড় থিকথিক করছে।
তুমুল শোরগোল দিঘায় (Digha)
অতীতেও একাধিকবার দিঘার সমুদ্রে ভেসে এসেছে ডলফিন, ইয়েলো বেলিড ও সামুদ্রিক কচ্ছপ-সহ নানান সামুদ্রিক প্রাণী। এবার একটি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এল ওল্ডদিঘার সৈকতে। তবে ইরাবতী প্রজাতির ডলফিনটি ছিল মৃত অবস্থায়। পচে যাওয়ার ডলফিনটির তীব্র কটূ গন্ধে সৈকত ছেড়ে রীতিমত পালিয়ে বাঁচলেন পর্যটকরা (Tourist)।
আরোও পড়ুন : ব্যর্থ রাজ্য! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিপোর্ট জমা দিতে সময় চাইল আরও ২ সপ্তাহ
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দিঘার (Digha) গ্রিন টিম ও বনদফতরের কর্মীরা। তারা এসে উদ্ধার করে নিয়ে যায় ডলফিনটির মৃতদেহ। এক পর্যটকের কথায়, “তখন আমরা স্নান করছিলাম। হঠাৎ দেখি সৈকতের কাছে একটা প্রাণী এসে পড়ল। কাছে গিয়ে দেখি এটা একটা মৃত ডলফিন (Dolphin)। আগে কখনও ডলফিন দেখিনি।”
আরোও পড়ুন : বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, এবার বিরাট সিদ্ধান্ত নিলেন প্রধান বিচারপতি
মৃত ডলফিন দেখতে পেয়ে সেই সাধ কিছুটা পূরণ হল। তবে ডলফিনটার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। কটূ গন্ধ সহ্য করতে না পেরে আমরা সবাই ওখান থেকে চলে যাই। জানা গিয়েছে, মৃত ডলফিনটি ইরাবতী প্রজাতির। বঙ্গোপসাগরের সমুদ্র উপকূল অঞ্চলে বিচ্ছিন্নভাবে বিচরণ করে এই ধরনের ডলফিন।
সূত্রের খবর, উদ্ধার হওয়া মৃত ডলফিনটির ওজন প্রায় ৬০ কেজি। চার ফুট উচ্চতার এই ডলফিনটির দেহে পচন ধরেছিল। দিঘা (Digha) রেঞ্জের ফরেস্ট অফিসার জানিয়েছেন, মৃত ডলফিনটির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত করলে ডলফিনটির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন ফরেস্ট অফিসার।