দিঘা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছেন? সতর্ক হন! আগে দেখুন পরিস্থিতি, তারপর প্ল্যান সাজাবেন

বাংলাহান্ট ডেস্ক : দিঘা বাঙালির কাছে এক টুকরো গোয়া। হাতে কিছুদিনের ছুটি পেলেই আমরা বেরিয়ে পরি দিঘায় উদ্দেশ্যে। উইকেন্ডে অনেকেই ছুটি কাটানোর জন্য বেছে নেন দিঘাকে। আপনিও কি আগামী দু-তিনদিনের মধ্যে দিঘা যাওয়ার প্ল্যান করছেন? তবে তার আগে জেনে নিন কী বলছে হাওয়া অফিস?

দিঘাসহ সমগ্র পূর্ব মেদিনীপুরে সপ্তাহ শেষে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এমনকি গোটা জেলা জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের ফলে অবিরাম বৃষ্টি হয়েছে সপ্তাহজুড়ে। বৃষ্টির ফলে কিছুটা হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছে। তবে আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে না দিঘায়।

আরোও পড়ুন : দুরত্ব কমতেই চমক দীপা-সূর্যর, কামাল দেখাচ্ছে শ্রাবণ-ওমকারের জুটিও! এই সপ্তাহে TRP টপার কে?

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আরো কয়েকদিন বৃষ্টিতে ভিজবে উত্তর ও দক্ষিণ। গত ২৪ ঘন্টায় দিঘায় প্রায় সাত সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টির ফলে দিঘায় কিছুটা হলেও তাপমাত্রা নিম্নমুখী। 

আরোও পড়ুন : টলিউডের একমাত্র কাশ্মীরি পণ্ডিত অভিনেতা ভরত কল হয়ে গেলেন কোটিপতি! ঠিক কী ঘটেছে?

শেষ ২৪ ঘন্টায় সমুদ্র শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিঘায় গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে খবর।

digha amarabati park

 

দিঘায় আজ বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৪%। আজও দিঘায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুরের সদর শহর তমলুকে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস ও ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তমলুক ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ আর্দ্রতার পরিমাণ ৯১%। আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তমলুক শহরেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর