বাংলাহান্ট ডেস্ক: নাগরিকদের জন্য পরিষেবা আরও উন্নত এবং নির্ঝঞ্ঝাট করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সেই জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা বাড়ি বসে ডিজিটাল মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এছাড়াও সরকারের তরফে জানানো হয়েছিল, ভবিষ্যতে আধার কার্ড (Aadhaar) আরও অনেক কাজে লাগবে। সেই ব্যবস্থা কার্যকর করার দিকেই এবার আরও এক ধাপ এগোল কেন্দ্র।
সূত্রের খবর, এ বার থেকে ডিজি লকারে (Digi Locker) রাখা সমস্ত গুরুত্বপূর্ণ নথি আধারের মাধ্যমেই আপডেট করা যাবে। অর্থাৎ নথিপত্রে দেওয়া সমস্ত তথ্য যেমন ঠিকানা আধারের মাধ্যমে নিজে থেকেই আপডেট হয়ে যাবে। এর জন্য আর দফতরে দফতরে ছুটতে হবে না। এমনই এক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক মন্ত্রকের মধ্যে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এ প্রসঙ্গে আইটি ও ইলেকট্রনিক মন্ত্রকের সঙ্গে একাধিক মন্ত্রক যেমন পরিবহণ, গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত রাজ এবং নির্বাচন কমিশনের আলোচনা চলছে। এখনও এই প্ল্যাটফর্মটি প্রাথমিক স্তরেই রয়েছে। তবে শীঘ্রই এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, ভোটার আইডি কার্ডের মতো নথি যে সমস্ত দফতর ইস্যু করে, তাদের অটো-আপডেটের সুবিধা দেবে আইটি মন্ত্রক।
পরবর্তী পর্যায়ে এই সুবিধা দেওয়া হবে পাসপোর্টের ক্ষেত্রেও। সমস্ত গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রেই এই বদল আনা হবে। একইসঙ্গে কোনও তথ্য আপডেট হলে ফিজিক্যাল ও অনলাইন ফর্ম্যাটে এগুলি দেখা যাবে। আধিকারিকদের মতে, সকলের মতামত নিয়েই এই অটো-আপডেট সিস্টেম চালু করা হবে। উপভোক্তারা এই সুবিধা পেতে চাইলে তাঁদের সম্মতি চাওয়া হবে।
এরপরেই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট দফতরের সম্মতি চাইবে। কেউ যদি আধারে কোনও তথ্য আপডেট করেন, তাহলে সব ক’টি দফতরেই সেই তথ্য পৌঁছে যাবে। সম্মতি নিয়ে সব জায়গায় সেই তথ্য বদলে যাবে। তবে কেউ চাইলে এই ব্যবস্থা ব্যবহার নাও করতে পারেন। সেই বিকল্পও দেওয়া হবে উপভোক্তাদের। তবে এর জন্য উপভোক্তাকে একটি ফর্ম পূরণ করতে হতে পারে।