বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে প্রযুক্তি। প্রযুক্তির উন্নয়ন ঘটছে যত, ডিজিটাল প্রতারণার সম্ভাবনাও বাড়ছে তত। কেন্দ্রীয় সরকার সম্প্রতি সতর্ক করেছে ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) সম্পর্কে। কিন্তু কী এই ডিজিটাল অ্যারেস্ট? ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) মাধ্যমে কীভাবে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ?
ভয় ধরাচ্ছে ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest)
ধরুন আপনার মোবাইল ফোনে একটি ফোন এল। সেখানে আপনার নাম এবং পরিচয় পত্রের সঠিক সংখ্যা বলে বলা হল আপনার কোনও পার্সেল আটকে রয়েছে কাস্টমসে। আবার হয়ত ফোন করে বলা হল আপনার আধার নম্বরের মাধ্যমে জালিয়াতি করা হয়েছে কয়েক লক্ষ টাকা। তারপর আপনার ফোন সরাসরি পৌঁছে গেল কোনও বড় পুলিশ অফিসার বা আমলার কাছে।
আপনিও ভিডিও কলে দেখলেন যে পুলিশের পোশাক পরে সরকারি দপ্তরে বসে আছেন একজন ব্যক্তি। তিনি আপনার কাছে প্রতারণার তদন্ত করার জন্য টাকা চাইলেন। আপনি ভয় পেয়ে হয়ত সেই টাকা দিয়েও দিলেন। তারপরেই সব শেষ। আসলে এসব কিছুই হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) উদাহরণ। প্রতারকরা এই নতুন পন্থা ব্যবহার করে ফাঁদে ফেলছেন সাধারণ মানুষকে।
আরোও পড়ুন : অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না রোহিত? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া দিলেন হিটম্যান
ব্যক্তিগত তথ্য হাতিয়ে ফোন করছেন। তারপর বিভিন্ন অছিলায় পুলিশের ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা।প্রতারকরা নিজেদের পুলিশ অথবা গোয়েন্দা সংস্থার কর্মী হিসেবে পরিচয় দেয়। তারপর ভয় দেখিয়ে প্রতারকদের কাছ থেকে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। এই ফাঁদে পা দিলেই সব শেষ। কেন্দ্রীয় সরকারের (Central Government) পক্ষ থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘাবড়াবেন না।
সর্বদা যাচাই করে নেবেন কোথাও টাকা দেওয়ার আগে। ডিজিটালি সরকার এভাবে কোথাও টাকা গ্রহণ করে না। প্রয়োজনে যোগাযোগ করুন স্থানীয় থানার সাথে। সন্দেহজনক ফোন কলস বা মেসেজ পেলে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ বা www.cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানান তৎক্ষণাৎ।