বাংলাহান্ট ডেস্ক : অনেকেরই হয়ত মনে আছে রাজু পাটেলকে। ভারতের অগ্রগতির সাথে সাথে রাজু তার নিজের পেশাতেও এনেছিলেন বড় বদল। এই রাজু কিউআর কোডের মাধ্যমে নিতেন ভিক্ষা (Beg)। সেই অর্থে রাজুকে বলা হয় দেশের প্রথম ডিজিটাল ভিখারি (Digital Begger)। আর পাঁচটা ভিখারি যখন হাত পেতে দাতাদের থেকে ভিক্ষা নিতেন, তখন নিজের গলায় কিউআর কোড ঝুলিয়ে রাখতেন রাজু।
সেই কিউআর কোড স্ক্যান করে ভিক্ষা দেওয়া যেত রাজুকে। সেই বছর একচল্লিশের রাজু প্রয়াত (Death) হলেন হার্ট অ্যাটাকে। সময়ের সাথে উন্নত হয়েছে বিজ্ঞান। সব ক্ষেত্রেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। আমাদের দৈনন্দিন কাজকর্মও আজকাল ডিজিটাল। নিজের দুনিয়া ঠিক এমন করে বদলে নিয়েছিলেন রাজু। সময়ের সাথে বদল এনেছিলেন ভিক্ষাবৃত্তিতে।
আরোও পড়ুন : ফের পড়বে পকেটে টান! দাম বাড়তে চলেছে Airtel-এর রিচার্জ প্ল্যানের, চিন্তায় ব্যবহারকারীরা
সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল ডিজিটাল মাধ্যমের সহায়তায় ভিক্ষা করছেন রাজু। একবার রাজু জানিয়েছিলেন, ভিক্ষা করা শেষ হলে তিনি ঘুমান স্টেশনে। রেল স্টেশনেই তিনি থাকেন। জীবন চালানোর আর অন্য উপায় তিনি খুঁজে পাননি। তাই ডিজিটাল ব্যবস্থা করেছেন তিনি। এছাড়াও রাজু জানিয়েছিলেন, মানুষের কাছে ভিক্ষা চাইলে অনেকেই বলতেন যে খুচরো নেই। তাই ডিজিটাল ওয়ালেটের ব্যবস্থা।
তবে তারপরেও তিনি দেখেছেন অনেকেই তাকে ক্যাশ দেন। রাজুর উপলব্ধি ডিজিটাল দুনিয়ায় ক্যাশ নিয়ে ঘোরার কোনও মানে হয় না। তাই তিনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফোন পের মাধ্যমে ভিক্ষা গ্রহণ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত ছিলেন রাজু। সর্বদাই তার মুখে শোনা যেত ‘ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইনে’র প্রশংসা। এছাড়াও তিনি নিয়মিত শুনছেন মোদির ‘মন কি বাত’।