ডিজিট্যাল রেশন কার্ডে ভুল ! চিন্তা নেই শুরু হয়ে গেছে নতুন কার্ড তৈরি ও সংশোধন, চলবে ২৭ তারিখ পর্যন্ত

ডিজিটাল রেশন কার্ড শুরু হওয়ার পর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক বছর কিন্তু এখনও অবধি অনেক গ্রাহক সেই রেশন কার্ড হাতে পাননি আবার অনেক গ্রাহকদের রেশন কার্ডে বিভিন্ন ধরনের ভুল ধরা পড়েছে৷ তাই এ বার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগে ডিজিটাল রেশন কার্ড প্রদান পরিবর্তন এবং সংশোধনের জন্য এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ 9 সেপ্টেম্বর তারিখ থেকে সেই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে 27 সেপ্টেম্বর অবধি৷

ছুটির দিন বাদে প্রত্যেক দিন সকাল 10 টা থেকে বিকেল 5 টা অবধি রেশন কার্ড পরিবর্তন সংশোধন এবং রেশন কার্ড প্রধানের কাজ চলবে৷ যে সমস্ত রেশন কার্ড গ্রাহকরা এই সংক্রান্ত সমস্যায় পড়েছেন তাঁরা 27 সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় বিডিও পুরসভা অফিস ও বরো অফিস থেকে তাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং কার্ড গ্রহণ করতে পারবেন৷ পাশাপাশি এখনও অনেক গ্রাহক অর্থনৈতিক দুরাবস্থার সত্ত্বেও খাদ্যসাথী প্রকল্পের আওতায় আসতে পারেনি, জানা গিয়েছে এই দিনগুলির মধ্যে তাঁদের ডিজিটাল রেশন কার্ড প্রদানের আবেদন গ্রহণ করা হবে৷

রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের সমস্ত শ্রেণির মানুষের জন্য 2 টাকা কেজি চাল ও গম দেওয়ার ব্যবস্থা শুরু করেন৷ কিন্তু ডিজিটাল রেশন কার্ড চালু হওয়ার পর রাজ্যের বেশির ভাগ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন৷ তাই শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার৷


সম্পর্কিত খবর