ফের ডিজিটাল স্ট্রাইক!  চীনের আরো ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার; তালিকায় শাওমিও

বাংলাহান্ট ডেস্কঃ ২৯ জুনের পর আজ ফের একবার চীনা (china) অ্যাপদের ডিজিটাল স্ট্রাইক এর পথে হাঁটল ভারত (india)। মোদি সরকার (modi government)এর তরফ থেকে বলা হয়েছে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হল।

1 Narendra Modi GettyImages 1198880316

মোদি সরকারের তরফ থেকে নতুন করে ভারতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির যে  তালিকা দেওয়া হয়েছে, তাতে রয়েছে Mi Browser, MeiPai, AirBrush, BoXxCAM, Baidu Search,-এর মতো চিনা অ্যাপ। ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সবকটি  চিনা অ্যাপ এর বিরুদ্ধেই।

প্রসঙ্গত, চীনা স্মার্টফোন ও ইলেকট্রনিকস দ্রব্য নির্মাণকারী Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোন গুলিতে Mi Browser ইনবিল্ট থাকে। এই  চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় তা প্রভাব ফেলবে এই চিনা সংস্থার উৎপাদিত পন্যের বিক্রিতে। কারন এই অভিযোগ তাদের সুনামের ক্ষতি করবে।

শাওমির পক্ষ থেকে বলা হয়েছে, বরাবরই ভারতীয় আইনের তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা সম্পর্কিত সমস্ত নির্দেশ মেনে  চলেছে সংস্থা। সরকারের এই সিদ্ধান্ত কি কারনে তা জেনে নিজেদের বক্তব্য শোনার আবেদন করা হবে সরকারের কাছে।

এর আগে, গত ২৯ জুন চীনের অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি।

সম্পর্কিত খবর