নাথুরাম গডসের উপর আপত্তিজনক মন্তব্য দিগ্বিজয়ের, রেগে পাল্টা দিলেন প্রজ্ঞা সিং

বাংলাহান্ট ডেস্কঃ নাথুরাম গডসেকে (nathuram godse) কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। দিগ্বিজয় সিং (digvijaya singh) নাথুরাম গডসেকে সন্ত্রাসবাদি বলায় পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর (Sadhvi Pragya Singh Thakur)। ‘দেশভক্ত’ বলে জড়িয়ে পড়লেন আবারও এক নতুন বিতর্কে।

বিষয়টা হল, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মঙ্গলবার অখিল ভারতীয় হিন্দু মহাসভার উদ্বোধন করে ‘গডসে জ্ঞানশালা’ নাম রাখা হয়। যার ঝামেলার সূত্রপাত হয়। গান্ধীজির দেশে নাথুরাম গডসের মতামত প্রচারের চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং আরএসএস দল- এমন সমালোচনারও শিকার হতে হয় তাদের। শেষে বেগতিক দেখে স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে উদ্বোধনের দু’দিন পরই বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরিটি। এই লাইব্রেরি নাথুরাম গডসেের নামে রাখা নিয়েই যত বিপত্তি।

লাইব্রেরি বন্ধ করার পক্ষে সওয়াল করে দিগ্বিজয় সিং ট্যুইটে লেখেন, ‘এই হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা হলেন সর্বভারতীয় কংগ্রেসের তিনবারের সভাপতি মহামান্য মদনমোহন মালব্যজি। তিনি আবার মহাত্মা গান্ধীর সঙ্গী ও অনুগত ছিলেন। আজকের দিনে সেই হিন্দু মহাসভার সদস্যরা কিনা মহাত্মা গান্ধীর খুনি নাথুরামের নামে লাইব্রেরির নামকরণ করছে। লজ্জা থাকা উচিত তাদের। এই ঘটনার পেছনে কার হাত রয়েছে?’

দিগ্বিজয় সিং-র ট্যুইটের পাল্টা দিয়ে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর বলেন, ‘দেখবেন দেশভক্তদের প্রথম থেকেই গালাগালি দিয়ে এসেছে কংগ্রেস। এবার এক্ষেত্রেও কিন্তু ব্যাতিক্রম হল না। এমনকি ‘গেরুয়া সন্ত্রাসের’ কথাও আগে ওঁরা বলেছে। এই ধারণার থেকে আর খারাপ কি কিছু হতে পারে?’

Smita Hari

সম্পর্কিত খবর