বাংলাহান্ট ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ( Sushant Singh Rajput) মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আর কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেতে চলেছে তার শেষ ছবি ‘দিল বেচারা’ ( dil bechara). বিনামূল্যেই যে কোনো দর্শক ইন্টারনেটে দেখে ফেলতে পারবেন এই মুভি। জেনে নিন কিভাবে দেখবেন এই ছবি
১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা। মৃত্যুর ঠিক ৪০ দিন পর আজ ৭ঃ৩০ মিনিটে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সুশান্তের শেষ ছবি।
ডিসনি হটস্টার জানিয়েছে, সুশান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবি দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। স্মার্টফোন, স্মার্টটিভি, কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো মাধ্যমেই ডিসনি হটস্টার থেকে দেখা যাবে এই ছবি। ডিসনি হটস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ছবি দেখার জন্য সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক নয়৷ যে কোনো দর্শক এই ছবি দেখতে পাবেন৷
ওটিটিতে যে কোনো ছবির সম্প্রচার রাত ১২ টা থেকে হলেও এই ছবির ক্ষেত্রে ব্যাতিক্রম। ছবির পরিচালক মুকেশ ছাবড়া জানিয়েছেন, একসঙ্গে না হলেও একই সময়ে সকলে মিলে একসঙ্গে দেখতে চান তিনি৷ আর তা শুধু অকাল প্রয়াত অভিনেতার জন্যই।
প্রসঙ্গত, ট্রেলার লঞ্চের সাথে সাথেই সাড়া ফেলেছিল সুশান্তের ‘দিল বেচারা’৷ সব চেয়ে বেশী দেখে ফেলা ছবির ট্রেলারের তালিকার শীর্ষে রয়েছে এখন তা। ছবি ঘিরে আবেগঘন সুশান্তের শুভাকাঙ্ক্ষী, কলাকুশলী ও দর্শকরা যাতে এক সময়ে এই ছবি দেখতে পারেন তাই এই ব্যাবস্থা বলে জানাচ্ছেন হটস্টার কর্তৃপক্ষ।