বাংলাহান্ট ডেস্ক: এক যে ছিল রাজা, এক যে ছিল রানি, দুজনেই মারা গেল, শেষ কাহিনি। কিন্তু এমন গল্প পছন্দ ছিল না ইম্যানুয়েল রাজকুমার জুনিয়রের। তার বিশ্বাস, এমন কাহিনি অসম্পূর্ণ। তাকে পূর্ণ করতে হয় রাজা রানিকেই। শেষ পর্যন্ত কি সেই কাহিনি পূরণ হয়? সেই গল্পই শোনাবে ‘দিল বেচারা’ (dil bechara)।
অবশেষে মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) ও সঞ্জনা সাঙ্ঘি (sanjana sanghi) অভিনীত দিল বেচারার ট্রেলার (trailer)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল সুশান্তের শেষ ছবির ট্রেলার। এই ছবির গল্প কিজি বাসু ও ইম্যানুয়েল রাজকুমার জুনিয়রকে নিয়ে। কিজি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত। কলেজে তার আলাপ হয় ইম্যানুয়েলের সঙ্গে। কয়েক বছর আগে অস্টিওকারসোমায় আক্রান্ত হয়েছিল সেও। কিন্তু তাতে ইম্যানুয়েলের ‘চার্মিং’ পার্সোনালিটিতে কোনও প্রভাব পড়েনি।
শুরু হয় কিজি ও ইম্যানুয়েলের বন্ধুত্ব। বন্ধুত্ব যখন আরও একটু গভীরে যাওয়ার তোড়জোড় করছে সেই সময়েই দুজনের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কিজির ক্যান্সার। ইম্যানুয়েলকে কষ্ট না দিতে কিজি ঠিক করে প্যারিস চলে যাবে সে। কিন্তু এত সহজে তাকে দূরে সরে যেতে দেয় না ইম্যানুয়েল। রাজা রানির অসম্পূর্ণ কাহিনিটা যে শেষ করতে হবে।
কিজি-ইম্যানুয়েলের কাহিনির ‘হ্যাপি এন্ডিং’ হল কিনা তা জানতে দেখতে হবে দিল বেচারা। ইম্যানুয়েলের চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত এবং কিজির চরিত্রে রয়েছেন সঞ্জনা সাঙ্ঘি। এছাড়াও এই ছবিতে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকেও। সইফ আলি খানও রয়েছেন একটি বিশেষ চরিত্রে।
ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। দুজন ক্যানসার আক্রান্ত মানুষকে নিয়ে এই ছবির গল্প। জন গ্রিনের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন্যাসের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। উপন্যাসের নামেই একটি হলিউড ছবিও হয়েছে।