বাংলা হান্ট নিউজ ডেস্ক: উপমহাদেশের মানুষের কাছে ক্রিকেট হলো এমন একটি ক্রীড়া যা ধর্মের সমান গুরুত্ব পেয়ে থাকে। কাল সেই ধর্মের সবচেয়ে উত্তেজক মহোৎসব ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে যা নিয়ে দুই দেশেই উত্তেজনা চরমে পৌঁছেছিল। ২৮ আগস্ট তারিখটি মনে রেখে দেবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা কারণ এদিন ভারতীয় ক্রিকেট দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে একটি স্মরণীয় জয় লিপিবদ্ধ করেছে।
কালকের ম্যাচ নিয়ে মাঠের মধ্যে হওয়া মহাযুদ্ধ যেমন মানুষের নজর ছিল তেমনিচ ম্যাচ শেষের পর। গ্যালারির ও নানানচিত্র দর্শক্তের সামনে আসছে যা দেখে অনেকের মধ্যে অনেকরকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এমন ভাবেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ক্রমশ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক ভারতীয় ক্রিকেট প্রেমী মাঠে উপস্থিত হয়েছেন একটি বিশেষ পোস্টার সহযোগে।
সেই পোস্টারটিতে লেখা রয়েছে- ‘দিল হ্যায় হিন্দুস্তানি, লেকিন বিবি পাকিস্তানি’। অর্থাৎ আমার মনটা ভারতীয় কিন্তু বউ আমার পাকিস্তানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভারতীয়র হাতে থাকা এই পোস্টারের কারণে ছবিটি অত্যন্ত ভাইরাল হয়। যদিও বউ পাকিস্তানি হলেও ছবিতে সেই দম্পতিকে একে অপরের সাথে অত্যন্ত খুশি দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে নেটিজেনরা নানারকম মজার মজার মন্তব্যও করছেন।
इस प्यार को क्या नाम दूँ pic.twitter.com/zKdExfkVef
— Sanjay Kishore (@saintkishore) August 29, 2022
ম্যাচের কথা বলতে গেলে কাল কাল ভারতের হয়ে অসাধারণ বোলিং করে ভুবনেশ্বর কুমার (৪/২৬) ও হার্দিক পান্ডিয়া (৩/১৮) পাকিস্তানকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট করে দেন। ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে কালই টি-টোয়েন্টি অভিষেক করা নাসিম শাহের ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে ফেরেন লোকেশ রাহুল। সেই ওভারেই ক্যাচ পড়ে বিরাট কোহলির। সেই সময় পাকিস্তানি বোলারদের সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন রোহিত শর্মা ও কোহলি। বিরাট কোহলি আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করলেও রোহিত শর্মা অতিরিক্ত বল খেলছিলেন। তাই চাপে পড়ে মহম্মদ নওয়াজের ওভারে একটি ছক্কা আসার পরও অতিরিক্ত আগ্রাসী হয়ে আবারো ছয় মারতে গিয়ে আউট হন ভারতীয় অধিনায়ক রোহিত (১৮ বলে ১২)। বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল তিনি আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন। ঔদ্ধত্যের সাথে পাকিস্তানের পেসারদের বলে পুল, কাট মারছিলেন তিনি। কিন্তু তিনিও দশম ওভারে নওয়াজের বলে অপ্রয়োজনীয় ভাবে আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন। ভারত তখন ৫৩ রানে হারিয়ে ফেলেছে ৩ উইকেট। কোহলি আউট হয়েছেন ৩৪ বলে ৩৫ রান করে।
এরপর ধীরে ধীরে ইনিংস কে এগিয়ে নিয়ে যেতে থাকেন সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা। রোহিত আউট হওয়ার পর জাদেজাকে পাঠানো হয়েছিল রানের গতি বাড়ানোর জন্য। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে পুরো অন্য ভূমিকায় পারফরম্যান্স করতে হচ্ছিল। সূর্যকুমার যাদব ১৮ রান করে নাসিম শাহের বলে আউট হওয়ার পর ভারতের ওপর চাপ আরও বাড়তে থাকে। কিন্তু এই সময়ে মাঠে নেমে জাদেজার সাথে মিলে ভারতের ওপর থেকে চাপ কমানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হার্দিক পান্ডিয়া।
পায়ের পেশিতে টান নিয়েও দুর্দান্ত বোলিং করতে থাকা নাসিম শাহের (২/২৭) শেষ ওভারে জাদেজা ১০ রান করার পর পরের ওভারে অভিজ্ঞ হ্যারিস রাউফের ওভারে তিনটি বাউন্ডারি মারেন হার্দিক। ম্যাচ ওখানেই শেষ হয়ে গিয়েছিল কারণ জয়ের জন্য ভারতকে শেষ ৬ বলে করতে হতো ৭ রান। কিন্তু ওভারের প্রথম বলেই জাদেজা বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। নবাগত দীনেশ কার্তিক প্রথম বলে ১ রান নিয়ে হার্দিককে স্ট্রাইক দেন। ওভারের তৃতীয় বলে কোন রান না পেলেও চতুর্থ বলে ছক্কা মেরে ২ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন হার্দিক।