‘জয় শ্রীরাম’এর পালটা ‘জয় বাংলা’, রেল প্রকল্পের উদ্বোধনে এক মঞ্চে বিজেপির দিলীপ-তৃণমূলের জুন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হোলি দোল সবই শেষ। তারপরেও রাজনৈতিক মহলে রঙ মেশানোর ধুম। রবিবার সকালে মিশে গেল সবুজ ও গেরুয়া। একই সঙ্গে দেখা মিলল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়ার (June Maliya)। মেদিনীপুরে একটি রেলের একটি ফুটওভার ব্রিজ উদ্বোধনে দেখা গেল এমনি রাজনৈতিক সৌজন‍্যের নজির।

রাজ‍্য রাজনীতিতে তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘর্ষ, কটাক্ষ পালটা কটাক্ষ নতুন ব‍্যাপার নয়। কিন্তু রাজনৈতিক সৌজন‍্যের এমন দৃশ‍্য বেশ আগে তেমন দেখা যায়নি। মত বিরোধ ভুলে হাসিমুখেই রেল প্রকল্পের উদ্বোধন করলেন দিলীপ ও জুন। রবিবার মেদিনীপুর রেল স্টেশনের একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করলেন দুজনে।


এদিন দিলীপ ঘোষ ও জুন মালিয়া মঞ্চে উঠতেই উপস্থিত দুই দলের কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। একদল ‘জয় শ্রী রাম’ বললে পালটা উত্তর আসে ‘জয় বাংলা’। তবুও হাসি মুখেই দুজনে একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে প্রকল্পের উদ্বোধন করেন।

ঘোরতর মত বিরোধ ভুলে হঠাৎ বিজেপি সাংসদের সঙ্গে এক মঞ্চে আসতে রাজি হলেন কেন জুন? নব নির্বাচিত বিধায়ক বলেন, বাংলা তথা দেশের যাতে উন্নয়ন হয় সেখানে রাজনীতি করা উচিত নয়। তাই রঙ, মত না দেখেই বিজেপি সাংসদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া। আর দলীয় কর্মীদের স্লোগান? তারকা বিধায়কের বক্তব‍্য, ওসবে তিনি বিশেষ গুরুত্ব দেন না।


দিলীপ ঘোষ অবশ‍্য ছেড়ে কথা বলেননি। সৌজন‍্য প্রকাশের পরেই মঞ্চ থেকে তৃণমূল সরকারের উদ্দেশে কটাক্ষের তীর ছোঁড়েন তিনি। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে সব দলের বিধায়ক সাংসদকেই ডাকা হয়। রাজ‍্য সরকারের কেন্দ্রকে দেখে শেখা উচিত বলেই মন্তব‍্য করেন দিলীপ ঘোষ।

সম্পর্কিত খবর

X