মন্ত্রী সুজিত বসু অনুগামীদের হাতে আক্রান্ত দিলীপ ঘোষ

বাংলা হান্ট ডেস্ক -বাংলার রাজনীতির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তিনি প্রতিদিনের মত আজও মর্নিং ওয়ার্ক করতে পারেন সেই মতন আজ লেকটাউনে মর্নিং ওয়ার্ক করার কথা ছিল দিলীপ ঘোষের সেখানে তিনি যেতেই তার ওপরে তৃণমূলের আড়াইশো কর্মী তাকে ধাক্কা দেয় এবং তাকে গো ব্যাক স্লোগান দেয়া হয়

কিন্তু দিলীপ ঘোষ সেখান থেকে সরে যায়নি তিনি বলেন আমি প্রতিদিনের মতোন মর্নিং ওয়ার্ক করতে বেড়িয়েছিলাম যদি তৃণমূল নোংরা রাজনীতি করে তাহলে তার পরিনিতি খারাপ হবে সূত্র মারফত জানা যাচ্ছে যে তৃণমূলের আড়াইশো জন কর্মী তাকে আঘাত করে তারা সকলেই সুজিত বসে অনুগামী বলে পরিচিত কিন্তু এই বিষয়ে সুজিত বসে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি নেতৃত্ব এই আক্রমণের তীব্র নিন্দা করেছে তারা এই নিয়ে আন্দোলনে নামতে চলেছে বলে জানা যাচ্ছে হয়তো লেকটাউনে কোন একটি জনসভার আয়োজন করতে পারে গত বছর লেকটাউনে যুব মোর্চার একটি অনুষ্ঠানে সুজিত বসু অনুগামীরা আঘাত করে তারপর তারা

IMG 20190830 WA0059ফের প্রকাশ্যে সভা করে সুজিত বসু কে হুমকি দেয় কিন্তু সুজিত বসু দাবিকে মান্নত দেয়নি তিনি বলেন এই ঘটনার সাথে আমার কেউ জড়িত নয় এখন দেখার বিষয় এরপর কি পদক্ষেপ নেয় বিজেপি প্রতিদিনের মত মর্নিংওয়াকে বিভিন্ন স্থানে দেখা যায়

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর