“বাংলায় ছবি এঁকে গান করে আন্দোলনের দিন শেষ,ভারতের উন্নতির স্বার্থে পথে নামুন” – দিলীপ ঘোষ

 

বাংলাহান্ট-

দুদিনের বঙ্গসফরে এসে ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করার সাথে সাথে তিনি একাধিক ঘোষণা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে প্রায় ৩০মিনিট বৈঠক করা হয় এবং মমতা দাবি করেন বাংলায় সিএএ বিল কার্যকর হবে না বলে অনুরোধ করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নরেন্দ্র মোদির কাছে তিনি প্রস্তাব পাঠালে কিন্তু প্রস্তাবে সায় দিলেন না নরেন্দ্র মোদি, তিনি বলেছেন আপনি দিল্লিতে আসুন এই বিষয়ে আলোচনা হবে। এরপরই মমতা ব্যানার্জী তৃনমূল ছাত্রদের যে সমাবেশ কলকাতায় হচ্ছে সেখানে তিনি ভাষণ দেন এবং সিপিএম ও কংগ্রেসের ছাত্রসংগঠন ২দিনের কর্মসূচি নিয়েছেন তারা একাধিক জায়গায় অবরোধ করার চেষ্টা করলেও নরেন্দ্র মোদি কোনরকম ব্যাঘাত ঘটেনি, সেই পরিপ্রেক্ষিতে আজ দ্বিতীয় দিনে স্বামীজীর মুক্তিতে মাল্য দান করেন এবং বেলুড় মঠে তিনি ভাষণ দেন এরপর নেতাজি ইন্ডোর সভায় বক্তৃতা রাজ্যের পক্ষ থেকে দিলীপ ঘোষ বলেন আর ছবি এঁকে গান গেয়ে আন্দোলন করলে হবেনা।

সিপিএমের ছাত্র ছাত্রী সংগঠন যারা আন্দোলন করছে তারা ভালো করে পড়াশোনা করুক এবং দেশের স্বার্থে কাজ করুন,নরেন্দ্র মোদি নিয়ে দেশকে আরো উন্নতি করতে চাইছেন তাও স্মরণ করিয়ে দেন তিনি বলেন বাংলায় তথা ভারতে বাম সংগঠনগুলো তারা গান গেয়ে ছবি এঁকে আন্দোলন করছে। এবং দেশ বিরোধী বক্তব্য দেন সিপিএম মিছিল থেকে যা দেশের পক্ষে ভালো না। তাই দেশের উন্নতির স্বার্থে কাজ করুন বলে দাবী করেছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর