কদিন আগে রাজীবকে বোঝাতে চাওয়া দিলীপের এখন উল্টো সুর, প্রাক্তন মন্ত্রীকে তীব্র কটাক্ষ ঘোষবাবুর

বাংলাহান্ট ডেস্কঃ শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করায় এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Bandyopadhyay) কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউনে বৃহস্পতিবার সকালে নাম না করেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপিতে গিয়ে নিজের পুরনো এলাকা থেকে নির্বাচনে দাঁড়ালেও, জয়ের স্বাদ নিতে পারেননি তিনি। আর এরপর থেকেই পদ্ম শিবিরের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

https://www.facebook.com/SriRajibBanerjee/posts/5972574869483031

সম্প্রতি শুভেন্দুকে স্যোশাল মিডিয়ায় আক্রমণ করে রাজীব লেখেন, ‘বিরোধী নেতাকে বলব…যাঁর নেতৃত্ব ও যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য করা উচিত’। রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর থেকেই দলবলদের জল্পনা আরও জোরালো হয়ে উঠেছে।

dilip ghosh 14

এই ঘটনার পর বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে শুভেন্দু অধিকারীকে দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের এমন পরামর্শ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘কিছু এমন লোক আছেন যারা, ঠিক করে উঠতে পারছেন না কি করবেন? কোথায় যাবেন? উনি তো দলের কোন পদেই নেই’।

বিজেপির রাজ্য সভাপতির কাছ থেকে এমন মন্তব্য শোনার পর বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব নিয়ে সংশয় দেখা দিচ্ছে। রাজীবের তৃণমূলে ফিরে যাওয়ার গুঞ্জনেই মাঝেই, বিজেপিতে থাকার পথ বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর