আগামী দিনে জেলে কার্তিক, গণেশ পুজোও হবে! তৃণমূলকে খোঁচা দিলীপের, পাল্টা দিল শাসকদল

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে কঙ্কালসার দশা রাজ্যে। প্রতিনিয়ত বিরোধীদের সমালোচনায় জর্জরিত রাজ্যের শাসকদল। এরই মধ্যে এদিন ফের দুর্নীতি ইস্যুতে শাসকদলকে একহাত নিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার উত্তরবঙ্গ থেকে শাসকদলকে নিশানা করলেন বিজেপি সাংসদ।

এবার দুর্নীতি প্রসঙ্গে কথা উঠলে দিলীপবাবু বলেন, “কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন।” তার সংযোজন “কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামীতে কার্তিক, গণেশ পুজোও হবে জেলে।” বর্তমানে উত্তরবঙ্গের রয়েছেন দিলীপ ঘোষ। এদিন সকালে শিলিগুড়িতে (Siliguri) চা চক্রে যোগ দিয়ে একাধিক ইস্যু তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হন তিনি।

কথায়-কথায় নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ উঠলে দিলীপ ঘোষ বলেন, “অপেক্ষা করুন। কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন। কার্তিক-গণেশের নাম শোনা যাচ্ছে। এবার তাদের পুজোও জেলে হনে। খুব তাড়াতাড়ি গোটা বিষয়টা সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। সিবিআই নিজেদের মতো করে কাজ করছে।”

bjp tmc

অন্যদিকে, দিলীপ ঘোষের এই কথায় পাত্তা দিতে নারাজ শাসকদল। বিজেপি নেতার মন্তব্যের পালটা জবাব দিয়ে তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb) বলেন, “দিলীপবাবু একেক সময় একেক রকম কথা বলেন। তাতে এত গুরুত্ব দেওয়ার কারণ নেই।”

প্রসঙ্গত, এদিন বিভিন্ন ইস্যু তুলে শাসকদলের বিরুদ্ধে সরব হন দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্য পুলিশকে নজিরহীন ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ বলেন, বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। মারধরের অভিযোগ তুলে তার মন্তব্য, “মারতে এলে কী রসগোল্লা খাওয়াব?” পাশাপাশি কোনোরকম ভয় দেখিয়ে বিজেপিকে থামানো যাবেনা বলেও হুঁশিয়ারি দেন বিজেপি সৈনিক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর