বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির নবান্ন (Nabanna) অভিযানের দিনে মিছিল থেকে আগ্নেয়াস্ত সহ বলবিন্দর সিং নামের একজনকে গ্রেফতার করা হয়। আর এরপর থেকেই রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ করে আসছে বিজেপি। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর শুধু বিজেপি না, হরভজন সিং এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মতো মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই বিষয়ে বলেন, আমাদের প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী হলেন বলবিন্দর সিং। দেহরক্ষীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা অথবা গ্রেফতার করার কোনও আইন নেই। ওঁর উপর পুলিশ যেমন ভাবে অত্যাচার করেছে, সেটা দেখে গোটা দেশ ক্ষোভে ফেটে পড়েছে। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, পুলিশ কোনও গোল টুপি পরা মানুষকে এভাবে মারতে পারত?
দিলীপ ঘোষ বলেন, পুলিশের অত্যাচারে একজন শিখের সন্মান, গর্ব মাটিতে লুটিয়ে পড়েছে। কিন্তু এরা গোল টুপি দেখলেই ভয়ে চুপসে যায়। এরজন্য গোল টুপির মানুষের কাছে লাথি খেয়ে তাঁদের আবার ৫০ কেজি চাল, ডাল, আলু, পিঁয়াজ এসব দান করে। আবার তাঁদের হাতে মার খেয়ে তাঁদের সাথেই শান্তি মিছিল করে।
জানিয়ে দিই, এই বিষয়ে পশিমবঙ্গ পুলিশের তরফ থেকে একটি বিবৃতি জারি করা বলা হয়েছে যে, তাঁরা শিখ ব্যাক্তির পাগড়ি খোলেনি। ধ্বস্তাধ্বস্তির সময় একাই খুলে পড়ে গিয়েছিল। আর ওই শিখ ব্যাক্তিকে গ্রেফতার করার আগে পুলিশ ওনাকে সসন্মানে পাগড়ি পড়ার কথাও বলেন। পুলিশ জানায়, আমরা কোনও ধর্মের অপমান করিনি। কিছু মানুষ ব্যাক্তিগত স্বার্থে অর্ধসত্য বলছেন।