‘গাছ লাগিয়েছে নাকি? কোথা থেকে এল ভাইপোর ১২ কোটি টাকার বাড়ি?’ অভিষেককে নিশানা দিলীপের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কয়লা পাচার কান্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। আর এই বিষয়কে ইস্যু করেই ভাইপোকে তুলোধোনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। প্রশ্ন তুললেন, ভাইপোর ১২ কোটির বাড়ির টাকা এল কোথা থেকে?

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর, এবার ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে চাইছে তৃণমূল। সেই কারণে বাঁধাপ্রাপ্ত হয়েও পিছিয়ে না গিয়ে, প্রতিনিয়তই ত্রিপুরায় পাড়ি দিচ্ছেন সবুজ শিবিরের একের পর এক শীর্ষ নেতৃত্ব। ত্রিপুরায় যাতায়াত থেকে শুরু করে অভিষেককে ইডির তলব, রবিবার ইকোপার্কে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোন প্রসঙ্গই বাদ দিলেন না দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘বাংলার ক্ষমতায় আর থাকবে কিনা জানা নেই। সেই কারণেই ঠেলায় পড়ে বারবার ত্রিপুয়ার যাচ্ছে’। তবে ত্রিপুরা ইস্যুতে কটাক্ষ করলেও, দিলীপ ঘোষের আক্রমণের প্রধান তির ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই।

কয়লা পাচার কান্ডে ফের সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করায় দিলীপ ঘোষ বলেন, ‘আগে তো বেশ কামাচ্ছিলেন, খাচ্ছিলেন, আর এখন নিজেকে ভিখারি বলছেন? ভাইপো যে ১২ কোটি টাকার বাড়িতে থাকেন, সেই টাকা এল কোথা থেকে? গাছ লাগিয়েছেন নাকি উনি?’

এরপরই নাম না করেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘তিনি যখন বিরোধী ছিলেন, তখন কথায় কথায় সিবিআই তদন্ত চাইতেন। তাহলে এখন কেন বিরোধীতা করছেন? কেন ঝগড়া করছেন সিবিআইয়ের সঙ্গে? বিশ্বাস চলে গেছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাঁদের কাজ করতে দিন। মানুষ সবই বোঝে। এবারের নির্বাচনে তার কিছুটা জবাবও দিয়েছে’।

X