বাংলা হান্ট ডেস্কঃ ‘গিরিরাজ সিংকে গ্রেফতার করা উচিত’, গতকাল নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে গর্জে ওঠেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের আরও বলেন, আগে দেখা করতে গেলেও গিরিরাজ সিং দেখা করেননি। তবে এবার আর শুধু দেখা করতে আসিনি। এবার ডু অর ডাই মনোভাব নিয়ে আন্দোলন করতে এসেছি।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে গ্রেফতার করার দাবি তোলার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আজ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)। সোমবার সকালে অভিষেককে পাল্টা আক্রমণ দিলীপের।
ঠিক কী বললেন দিলীপ? মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, ‘দিল্লি পৌঁছলে তো ডু অর ডাই। তার আগেই তো দুর্ঘটনায় কত মানুষের মারা যাচ্ছেন। যাদের লোভ দেখিয়ে এসি বাসে নিয়ে গিয়েছেন তারা আগে দিল্লি পৌঁছন। এদিকে তো তাদের আগেই ধরনাকারি টিচাররা পৌঁছে যাচ্ছেন।”
আরও পড়ুন: যোগীরাজ্যে ঢুকতেই TMC-র বাসের সামনে গলায় গামছা জড়ানো পুলিশ! তারপরই তোলপাড়, ভাইরাল ভিডিও
তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “আসলে দিদি প্রধানমন্ত্রী হবে এটা তো কেউ খাচ্ছে না। তাই দিল্লিতে হাল্লাগোল্লা করে তৃণমূল লড়াইতে আছে এটাই বোঝাতে চাইছে। ” প্রসঙ্গত, দুর্ঘটনার কবলে পড়া ওই একটা বাসের যাত্রীরা ছাড়া তৃণমূলের সকলেই পৌঁছে গেছে দিল্লি।
যদিও শাসক দলের এই কর্মসূচী নিয়ে যে বিজেপির বিন্দুমাত্র মাথাব্যাথা নেই, নিজের কথায় তেমনটাই বুঝিয়েছেন দিলীপ ঘোষ। অভিষেকের পাল্টা দিলীপ বলেন, ‘এসব ফাঁকা আওয়াজ দিয়ে কি লাভ। পুলিশ দিয়ে কাউকে গ্রেফতার করতে পারেন। সাংবাদিকদের ছাড়ছেন না, বিরোধীদের ছাড়ছেন না। তার বেশি কিছু করতে পারবেন না। কারণ আপনাদের পিছনে কোন লোক নেই।”
দিলীপের কটাক্ষ, “যাদেরকে টিকিট দিয়েছেন, যারা লুটপাট করে খাচ্ছে, তারাই দিল্লি যাচ্ছে। দিল্লিতে কয়েকটা গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী আর দু’একটা দুর্নীতিগ্রস্ত নেতা গিয়েছে। যেখানে গোটা বাংলার মানুষ দেখতে চাইছে অভিষেক নিজে কবে অ্যারেস্ট হবে। সেখানে ও আবার অন্যকে অ্যারেস্ট করার কথা বলছে।’ কটাক্ষ দিলীপের।