‘দিদির প্রধানমন্ত্রী হওয়ার আশায় বসে রয়েছেন উনি’- দেবকে তুলোধোনা দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ ঘাটাল মাস্টার প্ল্যান (ghatal master plan) ইস্যুতে এবার অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে (dev) নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। পাশাপাশি কটাক্ষ করলেন, আগামী মঙ্গলবার তৃণমূলের আয়োজিত বৈঠককেও।

চলতি মরশুমে একদিকে বৃষ্টির জল এবং অন্যদিকে DVC- ছাড়া জলে বানভাসী হয়েছিল ঘাটালের একাধিক এলাকা। সেইসমস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ঘাটাল সাংসদ দেবও। এমনকি সেখানকার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কমিউনিটি কিচেনও খুলেছিলেন সাংসদ দেব।

dilip ghosh

তবে ঘাটাল পরিদর্শনে গিয়ে দেব বলেছিলেন, ‘দিদি প্রধানমন্ত্রী হলে, ঘাটালের মাস্টার প্ল্যান পাশ করবে’। আর দেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘এতদিন কেন ওখানে যাননি তিনি? ৭ বছর তো হয়ে গেল। এখন উনি বসে রয়েছেন, দিদি কবে প্রধানমন্ত্রী হবে, তারপর নাকি তারপর ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হবে’।

কেন্দ্রের নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং জলশক্তি মন্ত্রীর সঙ্গে আগামী মঙ্গলবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক রয়েছে রাজ্য সরকারের। জানা গিয়েছে এই বৈঠকে অংশ নেবেন- ঘাটালের সাংসদ দেব, সৌমেন মহাপাত্র, মন্ত্রী মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর, শিউলি শাহা, শ্রীকান্ত মাহাতো, জুন মালিয়া, শুখেন্দু শেখর রায়রা। পাশাপাশি সুন্দরবন, দিঘা মাস্টার প্ল্যান নিয়েও আলোচনা হতে পারে।

এই বৈঠককে ঘিরেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘গত ১০ বছর ধরে তো ক্ষমতায় রয়েছে তৃণমূল। তাহলে এতোদিন কেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিছু ভাবেননি? ওখানে ৫০ শতাংশ টাকা দিদির দেওয়ার কথা, কিন্তু তিনি তা দিতে রাজি নন। একদিকে মোদী জি টাকা দেবেন, আর উনি বসে বসে নাম কিনবেন! এটা আর হবে না’।


Smita Hari

সম্পর্কিত খবর