তৃণমূলের টাকায় টান পড়েছে কেন জানালেন দিলীপ ঘোষ

বাংলাহাণ্ট ডেস্কঃ দ্বিতীয় দফার নির্বাচন শেষ। আগামী ৬ এপ্রিল বাংলায় তৃতীয় দফার নির্বাচন। সেই মত লড়াই জারি। আসন্ন দফায় ৩১টি কেন্দ্র ভোট গ্রহণ হবে। তাই সবদলই তাদের নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন। একাধিক জনসভা থেকে শাসক – বিরোধী সব শিবিরই একে অপর কে নানান ইস্যুতে বিঁধে চলেছেন। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সেই মত সরাসরি কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

‘২০০ আসন পেতেই হবে না হলে গদ্দার গুলোকে ফোন করে কিনে নেবে’ আসন সংখ্যা নিয়ে পূর্বে মমতার (Mamata Banerjee) করা এই মন্তব্যে দিলীপ ঘোষ এদিন বলেন, ‘ ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা।’ এমনকি তিনি এও বলেন যে ‘মমতার আত্মবিশ্বাস কমে গিয়েছে। নিজের দলের কর্মী-নেতাদের উপর আর বিশ্বাস নেই। মমতার যদি মনে হয় দলের নেতারা চলে যাবেন অন্য দলে, তাহলে ভোটাররাই কেন ভোট দেবেন ওই নেতাদের।’

CM Mamata Banerjee Angry At NRC Draft, Said- BJP Real Face Exposed - एनआरसी सूची पर भड़कीं सीएम ममता बनर्जी, कहा- बीजेपी का असली चेहरा हुआ बेनकाब | Patrika News

এর পাশপাশি গেরুয়া শিবির (BJP) তাঁর দলের (TMC) নেতাদের ফোন করছে, আরও একবার এই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে দিলীপ এদিন বলেন, ‘বিজেপি তাঁদের কোনও নেতাকে ফোন করিনি, বরং মমতা আমাদের দলের নেতাদের ফোন করা শুরু করেছেন। মমতা বিশ্বাসঘাতকতা করার পাঠ দিচ্ছেন, উনি নিজে যেসব পাপ করেছেন, সেই পাপের জন্য আমাদের দোষী করার চেষ্টা চালাচ্ছেন’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনসভা থেকে বিজেপি টাকা বিলোচ্ছে বলে মন্তব্য করার রেশ টেনে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় বাহিনী টাকা বিলোচ্ছে, একজন ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হলেই এমন কথা বলতে পারেন।’ এমনই চাঁচাছোলা ভাষায় মমতাকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। এমনকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা দোলানোর ভাইরাল ভিডিও (Viral Video) নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই ভিডিও এখন সবাই দেখেছেন, আমি এটি আগেও বলেছি নতুন কিছু বলার নেই। যা প্রমাণ হওয়ার হয়েছে।’


সম্পর্কিত খবর