করোনাকে গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী, মানুষকে ভগবানের হাতে ছেড়ে দিয়ে দাগী নেতাদের বাঁচাতে ব্যস্তঃ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীদের নিয়ে ডাকা ভার্চুয়াল বৈঠকের পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। বৈঠকে নিমন্ত্রণ জানিয়েও কথা বলতে না দেওয়ার অভিযোগ তুললেন তিনি। অন্যদিকে ভার্চুয়াল বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)।

নারদ মামলায় সিবিআই দফতরে যাওয়া থেকে শুরু করে ভ্যাকসিনের অভাব নিয়ে প্রধানমন্ত্রীকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো- সবকিছুর পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। লকডাউনের কারণে ভিড় জমায়েত এড়াতেই ভার্চুয়াল মাধ্যমে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে।

dilip ghosh1 1613361699

সোমবার নারদ মামলায় রাজ্যের চার বর্তমান এবং প্রাক্তন মন্ত্রীদের সিবিআই গ্রেফতার করতেই, নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী। টানা ৬ ঘণ্টা সেখানেই বসে থাকেন। এমনকি তাঁকেও গ্রেফতার করার কথা বলেন। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে কোণঠাসা করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘বর্তমান সময়ে দাগী নেতাদের বাঁচাতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, তাই মানুষকে ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন’।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর মোদীজিকে আক্রমণ করার পরবর্তীতে পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, ‘পূর্বে করোনা সংক্রান্ত একাধিক বৈঠক কেন এড়িয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী? করোনাকে কোনদিন যথেষ্ট গুরুত্বই দেননি মুখ্যমন্ত্রী- এমনটা অভিযোগ করে দিলীপ ঘোষ বলেন, ‘ভোট শেষ হতেই লকডাউন করা উচিত ছিল। কিন্তু তা না করে এক বিশেষ সম্প্রদায়কে তুষ্ট রাখতে, দেরী করে লকডাউন জারী করলেন মুখ্যমন্ত্রী। কোনদিনই তিনি করোনাকে গুরুত্ব দেননি। এমনকি পূর্বেও একাধিক কোভিড বৈঠকে অনুপস্থিত ছিলেন। তারউপর এবার করোনা চিকিৎসার জন্য শয্যাও কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী’।


Smita Hari

সম্পর্কিত খবর