বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে নির্বাচনী মরশুম। এই পরিস্থিতিতে এক জনসভা থেকে মমতা ব্যানার্জিকে (mamata banerjee) আক্রমণ করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। অশোকনগর বিধানসভার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর সমর্থনে শনিবার উত্তর ২৪ পরগনার গুমায় এক জনসভায় দিলীপ ঘোষ আক্রমণাত্মক বাণ ছুঁড়লেন করলেন মমতা ব্যানার্জি এবং সেইসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকেও।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দিদিমণি কোথাও গেলে কালো গাড়ির লাইন পড়ে যায় তাঁর সঙ্গে। চুরি করা টাকায় কেন ওসব গাড়ি নিলাম করবে বিজেপি ক্ষমতায় এলে। একশো দিনের কাজ করিয়েও অর্ধেক টাক দিয়েছে, এক পুকুর ২ বার করে কেটেও জল বের করতে পারেনি- সমস্ত কিছুরই তদন্ত করা হবে’।
সিভিক ভল্যান্টিয়ার নিয়োগ নিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, ‘সিভিক পুলিশে বাংলার প্রায় দেড় লক্ষ যুবককে নিয়োগ করা হয়েছে, যাদের মাইনে ছয় থেকে আট হাজার টাকা। কি অবস্থা দেখুন, মাইনে শুনেই বিয়ের জন্য এই সিভিক পুলিশদের আর কেউ মেয়েই দিচ্ছে না’।
এখানেই থামলেন না বিজেপির রাজ্য সভাপতি, তিনি আক্রমণের সুরে তিনি আরও বলেন, ‘ভুবনেশ্বরে জেলের ব্যবস্থা করা হয়েছে সব এমপি, এমএলএ-দের জন্য। ২ রা মের পর সেখানে গিয়েই ইচ্ছা পূরণ করে ভাইদের সঙ্গে মিটিং সারবেন দিদি। ফলাফলের পর আর তৃণমূলের কোন প্রার্থীকে পাওয়া যাবে না, টাকা দিয়ে লোক আনতে হবে’।
কাদের জন্য কেমন জেলের ব্যবস্থা করা হয়েছে, সেবিষয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘পঞ্চায়েত সমিতির লোকদের জন্য বারাসত জেল, এমএলএদের জন্য দমদম সেন্ট্রাল জেল আর এমপি, খাদ্যমন্ত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ভুবনেশ্বর জেলের। দিদি তো প্রায়ই বলেন তাঁকে জেলে পাঠিয়ে দিলেও তিনি জিতে ফিরবেন। তাই দিদিকে বলছি, আপনার একা যাওয়ার দরকার নেই, ভাইদেরকেও সেখানে পাঠানো হবে। জেলে বসে মিটিং করতে পারবেন’।