‘এত ছোট মন নিয়ে কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন?’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লন্ডন সফর সেরে শনিবার কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। বিদেশের মাটিতে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই আবহে এবার মুখ খুললেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিলেতের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি সম্বন্ধে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গেই বাংলায় বিনিয়োগের পরিবেশ, আরজি কর কাণ্ড নিয়েও সুর চড়িয়েছেন বিজেপি নেতা।

মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের (Dilip Ghosh)!

লন্ডনে ভারতের অর্থনীতি সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। মমতার সেই মন্তব্য প্রসঙ্গে মেদিনীপুরের সাবেক সাংসদ বলেন, ‘সেই জন্যই তো ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। এত ছোট মন নিয়ে কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? আমাদের দেশের সরকার যে কাজ করছে, কারোর নাম বলতে হবে না, অন্তত দেশের নাম বলুন’।

কথার সূত্রে অটলবিহারী বাজপেয়ীর উদাহরণ দেন দিলীপ (Dilip Ghosh)। বিজেপি নেতা বলেন, ‘অটলবিহারী বাজপেয়ী যখন বিদেশে গিয়েছিলেন, তখন কংগ্রেস সরকার সম্বন্ধে তিনি বলেছিলেন, ওটা আমাদের দেশের বিষয়, আমরা বুঝে নেব। আমি এখানে ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি। ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন’।

আরও পড়ুনঃ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা! রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট! জোর শোরগোল

এখানেই না থেমে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, ‘কেউ যদি ভারতে বিনিয়োগ করে, তাহলে সে কেন পশ্চিমবঙ্গে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করব, আপনি গত ১০ বছর ধরে বাণিজ্য সম্মেলন করছেন। তাতে কত বিনিয়োগ হয়েছে, কত মউ স্বাক্ষরিত হয়েছে আর কত সংস্থা রাজ্য ছেড়ে চলে গিয়েছে?’

BJP leader Dilip Ghosh says we don’t need Muslim votes

দিলীপ দাবি করেন, সম্প্রতি একাধিক বড় কোম্পানি নিজেদের হেড অফিস পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে চলে গিয়েছে। স্টেট ব্যাঙ্কের হেড অফিসও চলে গিয়েছে। সরকারি সকল দফতর চলে যাচ্ছে। ‘এখানে শিল্প নেই, শুধু রাজনীতি আছে’, দাবি করেন তিনি।

গত বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেওয়ার সময় সিঙ্গুর থেকে টাটা বিদায় নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মমতা। এদিন সেই নিয়েও সুর চড়ান দিলীপ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘টাটার কারখানা তুলে দিয়ে কার লাভ হয়েছে? আপনি ক্ষমতায় এসেছেন। তার পরিণাম এখানকার মানুষকে গত ১৫ বছর ধরে ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সকল সংস্থা বুঝে গিয়েছে বাংলা বিনিয়োগের জায়গা নয়। এখানে ধন যাবে, মান যাবে, এমনকি প্রাণটাও যাবে। এটাই আপনার কৃতিত্ব!’

আরও পড়ুনঃ ‘অভিষেককেও তো মুখ্যমন্ত্রী চাইছে সবাই, হবে?’ অগ্নিমিত্রার ‘সভাপতিত্ব’ নিয়ে জল্পনা! বড় প্রশ্ন তুললেন দিলীপ

এদিন আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়েও বেশ কিছু প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তথ্য আসতে এত দেরি হচ্ছে কেন? কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তোলেন তিনি। ‘মানুষ আদালতের দিকে তাকিয়ে আছে। আদালত সঠিক সময়ে সঠিক রায় দেবে। তবে এদেরকেই বের করতে হবে কে বা কারা ধর্ষণ করেছে’।

উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ‘ফুল ফর্মে’ দেখা যাচ্ছে দিলীপকে (Dilip Ghosh)। রাজ্য রাজনীতির নানান ইস্যুতে সরব হচ্ছেন তিনি। এবার যেমন আরজি কর থেকে টাটা বিদায়, রাজ্যে বিনিয়োগ সহ নানান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন পদ্ম নেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X