‘আপনার কাছা খুলে নেব’, তৃণমূল বিধায়ককে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, চুঁচুড়ার (Chinsura) খাদিনা মোড়ে বিজেপির (BJP) একটি মিছিলকে আটকানোর ঘটনাকে কেন্দ্র করে বাধে বিপত্তি। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumdar)। পরবর্তীতে একটি ভিডিওয় বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতেও দেখা যায় তৃণমূল নেতাকে। বর্তমানে সেই বিতর্কের আঁচ কিছুটা কমলেও পুনরায় একবার তা উস্কে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অসিতকে লক্ষ্য করে দিলীপের কটাক্ষ, “আটকালে তৃণমূল বিধায়কের কাছা খুলে নেওয়া হবে।” বিজেপি নেতার এ বক্তব্যের পর স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পাল্টা দিয়ে আবার অসিতবাবুর কটাক্ষ, “অন্যের কাছা খুলতে গিয়ে যেন নিজেরটাই না খুলে যায়।”

সম্প্রতি খাদিনা মোড়ে বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। উক্ত মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে, এমনকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহিলাদের হেনস্থা করার অভিযোগ ছুড়ে দেয় বিজেপি। পরবর্তীতে এ ঘটনা সংক্রান্ত একটি ভিডিও সামনে আসে, যেখানে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হুমকি দিতে দেখা যায়। পরবর্তীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অতীতেও এ প্রসঙ্গে তৃণমূল নেতাকে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ঘোষ।

বর্তমানে চুঁচুড়ায় উপস্থিত হয়ে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তোলেন বিজেপি সাংসদ। দিলীপ ঘোষ বলেন, “অসিতবাবুজ আপনি লাইনে আছেন। এটা আমার কথা নয়, আপনার দিদি বলেছেন। স্টেডিয়ামের পুরো টাকা হজম করার কথা দিদি মাইকে দাঁড়িয়ে বলেন। তাতে যদি দোষ না থাকে, তাহলে আমরা বললে কেন দোষ হবে? আমাদেরকে মেরে চলেছেন।” এরপরই তিনি এক প্রকার ‘বদলা’-র মেজাজে বলেন, “আপনার বয়স হয়েছে। ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। সেখানে আমাদের কর্মীদের কেন মারছেন? আপনি বিধায়ক বলে প্রথমে কিছু বলা হয়নি। কিন্তু এরপর যদি একই কাণ্ড ঘটে, তাহলে আপনার কাছা খুলে নেবে আমাদের ছেলেরা।”

Untitled design 2022 08 19T093521.029

দিলীপের এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও তাঁর এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অসিত মজুমদার। তিনি বলেন, “আমি শার্ট প্যান্ট কিংবা পায়জামা পাঞ্জাবি পরি। উনি আসলে এসব কথা বলে চলেছেন কেবলমাত্র প্রচারে থাকার জন্য। তবে অন্যের কাছা খুলতে গেলে যেন নিজেরটা খুলে না যায়, সেটা ওনাকে লক্ষ্য রাখতে হবে।” পরবর্তীতে দিলীপ ঘোষকে কটাক্ষ করে তাঁর দাবি, “২০২৪ সালে লোকসভা নির্বাচনে আপনি ২ লক্ষ ভোটে হারবেন।”


Sayan Das

সম্পর্কিত খবর