‘আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, এতে দলের কিছু যায় আসে না’, ‘বেসুরো’ রিমঝিম প্রসঙ্গে মন্তব‍্য দিলীপের

বাংলাহান্ট ডেস্ক: বন্ধুরা অনেকেই তৃণমূলের পথে পা বাড়িয়েছেন, তিনিও ভেবে দেখছেন। গতকালকেই ভিন্ন সুর শোনা গিয়েছিল বিজেপির তারকা কর্মী সমর্থক অভিনেত্রী রিমঝিম মিত্রের (rimjhim mitra) কণ্ঠে। ২০১৯ থেকে বিজেপির সদস‍্য তিনি। কিন্তু রিমঝিমের ক্ষোভ, এখন আর দলের মিটিংয়ে ডাকা হয় না তাঁকে। তাই যেখানে গুরুত্ব পাবেন সেখানে যাবেন।

এবার রিমঝিমের এই অভিযোগের উত্তরে পালটা কটাক্ষ ছুঁড়লেন গেরুয়া শিবিরের রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বুধবার সকালে তাঁর প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকরা রিমঝিমের বেসুরো মন্তব‍্য নিয়ে প্রশ্ন করলে তিনি স্পষ্টই জানান, দলের এতে কোনো ক্ষতি হবে না। যার যেখানে ভাল লাগবে তিনি সেখানেই যান। দল ভাল না লাগলে ছেড়ে দিতেই পারেন, এতে দলের কিছু যায় আসে না। এরপরেই দিলীপ দাবি করেন, রিমঝিম নাকি অনেকদিন আগেই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন।

IMG 20210824 202428
মঙ্গলবার সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে রিমঝিম বলেন, বিজেপির কোনো মিছিল কর্মসূচি নিয়ে তাঁর কাছে খবর থাকে। কিন্তু দলের কোনো মিটিংয়ের ব‍্যাপারে কোনো কিছুই জানানো হয় না তাঁকে। তাই যেখানে সম্মান পাবেন সেখানেই রাজনীতি করতে চান বলে স্পষ্ট জানান রিমঝিম। শুধু মাত্র সম্মান, গুরুত্ব না পাওয়ার ক্ষোভেই অনেকে দল ছেড়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

অভিনেত্রীর কথায়, কোনো রাজনৈতিক দলে যখন তিনি এসেছেন তখন সে দলের চিন্তাধারায় বিশ্বাস করতে তিনি বাধ‍্য। কিন্তু বিজেপির সঙ্গে যে তাঁর দূরত্ব বাড়ছে তা রিমঝিমের পরের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে তিনি বলেন, “বন্ধুরা অনেকেই তৃণমূলে গিয়েছেন। আমাকেও ভাবতে হবে।”

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন রিমঝিম। রাখির দিন দলের তারকা নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছিল বিজেপি। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না রিমঝিম। বরং সেদিনই মদন মিত্র এবং তাঁর ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের টিমের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর