বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার মামলায় তাঁকে তলব করেছে ইডি, যার জেরে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গেই সুর চড়িয়ে কটাক্ষ করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। ইডির তলব প্রসঙ্গে অভিষেককে বেশ এক হাত নিলেন তিনি।
এদিন দিলীপ ঘোষ বলেন, ‘মাথা উঁচু করেই জেলে যান। সেটাও দেখতে চায় লোকে। যাদের আপাদমস্তক দুর্নীতির কালি লেগে আছে, কোনও কিছুই বাদ নেই। কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, পাথর পাচার সব কিছুতেই যাদের নাম জড়িয়ে আছে, সেই সব লোকেদের বড় বড় কথা সাজে না। ইডি তলব করেছে, নির্দোষ প্রমাণ হয়ে আসুন।’
স্বভাবতই তাঁর এই চাঁচাছোলা কটাক্ষের পর চুপ করে নেই তৃণমূলও। দিলীপ ঘোষের কথার প্রেক্ষিতে বেশ কড়া জবাবই দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ চেহারা নিয়েই দিলীপবাবুদের দল বিজেপি কজা করছে ও দিলীপ বাবুরা ভিত্তিহীন মন্তব্য করছেন। কাউকে ডাকলেই বা কাউকে হেনস্তা করা শুরু হলেই, যতক্ষণ না কোনও দোষ প্রমাণিত হচ্ছে তিনি অপরাধী হন না। কিন্তু এটা প্রমাণিত যে, যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা বিজেপিতে নাম লেখালেই তদন্তটা বন্ধ হয়ে যায়। নারদা এবং সারদা কেলেঙ্কারিতে নাম থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হচ্ছে না শুভেন্দু অধিকারীকে?’
প্রসঙ্গত, আজই দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই মতই সকাল ১১ টা নাগাদ ইডির দপ্তরে পৌঁছান তাঁরা। কিন্তু এর আগেই ইডির এক্তিয়ারের ব্যাপারে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক রুজিরা। বাতিল করে দেওয়া হয় সেই আবেদন। এর পরও রুজিরা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একই অভিযোগে। তাঁদের দাবি, কলকাতার বদলে দিল্লিতে তলব করে তাঁদের হেনস্তা করতে চাইছে ইডি। এই আবেদনও গ্রহণ করা হয়নি সর্বোচ্চ আদালতে। ফলে এদিন ইডির দপ্তরে হাজিরা দিতেই হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা