বাংলা হান্ট ডেস্কঃ শীতের মরসুমে বঙ্গে উত্তাপ বাড়াচ্ছে অরিজিৎ এর কনসার্ট ইস্যু। গতকাল বাতিল হয়েছে ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট (Concert)। আগামী ফেব্রুয়ারী মাসের ১৪ তারিখ এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সুপারহিট গায়কের এই শো ঘিরে বিগত কয়েক মাস ধরেই ভক্তবৃন্দদের মনে উৎসাহ-উদ্দীপনাও ছিল দেখার মত। তবে শেষ মুহূর্তে সব মাটি। ইকো পার্কে অনুমতিই মিলল না অরিজিৎ এর কনসার্টের।
সামনেই জি-২০ সম্মেলন, তাছাড়াও ভিড় নিয়ন্ত্রণ করতেই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। বুধবার ঠিক এমনটাই খবর দিয়েছেন কলকাতায় মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শো এর সমস্ত টিকিট বিকে যাওয়ার পর একেবারে শেষ মুহূর্তে মিলল না অনুমতি! কনসার্ট বাতিলের কথা সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
এই পরিস্থিতিতেই অরিজিৎ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিঁনি বলেন , “শাসকদল তৃণমূলের সঙ্গে না থাকলে খাওয়া বন্ধ হয়ে যাবে।” শুধু দিলীপই নন আটঘাট বেঁধে শাসকদলের বিরুদ্ধে আক্রমণে সরব হয়েছেন বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। তবে হঠাৎ শাসকদলকে কেন আক্রমণ। এর উত্তর পেতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে।
ঠিক কী ঘটেছিল? এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসবে (Kolkata Film Festival ) বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন গায়ক অরিজিৎ সিং। মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অনুরোধ জানিয়েছিলেন একটি গান গাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর অনুরোধের পর অরিজিৎ বলেন, ‘একটা গান গেয়ে দিই, ল্যাটা চুকে যাবে।’ এরপরেই প্রথমে ‘বোঝে না সে বোঝে না’ ছবির টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায় তাঁকে। তারপরেই শাহরুখ খান উপস্থিত থাকায় তাঁরই অভিনীত ছবির ‘রঙ দে তু মোহে গেরুয়া’ গানটির এক লাইন করেন গায়ক। ঠিক এখান থেকেই শুরু হয় বিতর্ক।
এই ‘গেরুয়া’ গানের ইস্যুকে কেন্দ্র করেই ময়দানে নেমেছে বিজেপি। এদিন বিজেপির সর্ব ভারতীয় সহ- সভাপতি দিলীপ ঘোষ বলেন,“সব শো নয়, বেছে-বেছে অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। তৃণমূলের সঙ্গে না থাকলে করে খাওয়া বন্ধ হয়ে যাবে। শুধু অরিজিৎ সিং নয়, যারা তৃণমূলের সঙ্গে নেই প্রত্যেকের শো বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবেই বাংলার শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল।”