‘সবথেকে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব, বেশিদূর পড়েনি রবীন্দ্রনাথ’, দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্কে তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ বিগত কদিন ধরেই মন্তব্য পালটা মন্তব্যের তরজা চলছে দিলীপ ঘোষ (dilip ghosh) এবং তথাগত রায়ের মধ্যে। বিজেপির অন্দরের এই তরজা, বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছে বিরোধীদলগুলো। আর এরই মধ্যে কিনা এক বেফাঁস মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ।

দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগার পর, উপনির্বাচনে ৩ বিজেপির প্রার্থীর জানামত বাজেয়াপ্ত হওয়া নিয়ে স্যোশাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তথাগত রায়। তিনি লেখেন, ‘দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই’।

dilip ghosh

বর্ষীয়ান বিজেপি নেতার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ খোঁচা দিয়ে বলেছিলেন, ‘দল যাদের বেশি দিয়েছে, তারাই উলটে দলের সবথেকে বেশি ক্ষতি করেছে। এভাবে দলে থেকে আর কতদিন লজ্জা পাবেন আপনি, দল ছেড়ে দিন’। উত্তরে তথাগত রায় বলেছিলেন, ‘ওঁকে আমি কোন গুরুত্বই দিই না’।

এইভাবে চলতে থাকা তরজার মাঝে তথাগত রায় ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। এই বিষয়ে সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করলেই কিছু বেফাঁস মন্তব্য করে বসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ বলেন, ‘কার কটা ডিগ্রি আছে, কে কটা বই পড়েছে, আমাদের দেশে ওসব কেউ খুব একটা ভাবে না। রামকৃষ্ণ দেব তো সবথেকে বড় অশিক্ষিত, আর দেখুন তাঁর বাণী নিয়েই সকলে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের সংস্কৃতি এটাই। যদি কেউ দেশকে চিনতে না পারে, তাহল দায় তাঁর’।

দিলীপ ঘোষের এমন মন্তব্যের সমালোচনা করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘দিলীপ ঘোষ নিজেই অশিক্ষিত হওয়ায়, তাঁকে দলের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে’।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর