শিলিগুড়ি মহকুমা পরিষদে ৮৬ টি গ্রাম পঞ্চায়েত ও ১০ টি পঞ্চায়েত সমিতিতে জয়ী বিজেপি

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাস পূর্বে শিলিগুড়িতে পুরসভার ভোট হয় আর সেখানে একচ্ছত্রভাবে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। গতকাল প্রকাশিত শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনেও দেখা গিয়েছে সবুজ ঝড়। সেখানে 22 টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 20 টি দখল করেছে রাজ্যের শাসক দল। উল্লেখ্য, মোট পঞ্চায়েত আসন সংখ্যা 462, যার মধ্যে তৃণমূল জয়ী হয় ৩২০ টিতে, অপরদিকে বিজেপির (Bharatiya Janata Party) পক্ষে গিয়েছে ৮৬  টি আসন।

বাকি কেন্দ্রগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে কংগ্রেস এবং সিপিএম। অপরদিকে, পরিষদের 9 টি আসন সংখ্যার মধ্যেও 8 টি নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে ভোটের নিরিখে ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে বিজেপি। 

   

একের পর এক নির্বাচনে খারাপ অবস্থা অব্যাহত রয়েছে তাদের। গতকালের নির্বাচনেও খুব একটা ভালো ফল করতে পারেনি তারা। হাতে এসেছে কেবল হতাশা। তবে এর মাঝে শিলিগুড়ি মহকুমা পরিষদ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট লুট থেকে শুরু করে সন্ত্রাস এবং শাসকদের চোখ রাঙানি মাঝেও আমরা লড়াই করেছি।

এই নির্বাচনে 70-এর ওপর গ্রাম পঞ্চায়েত, 10 টি পঞ্চায়েত সমিতি এবং একটি মহকুমা পরিষদে জয়লাভ করার জন্য জয়ী সকল প্রার্থীদের আমার শুভেচ্ছা জানাই।” এরপরেই তিনি ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য সকল মানুষকে ধন্যবাদ জানান।

Untitled design 2022 06 30T125639.817

তবে শুধুমাত্র শিলিগুড়ি নয়, এদিন পাহাড় প্রসঙ্গেও তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। জিটিএ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, “পাহাড়ে যেভাবে তৃণমূল কংগ্রেস কাজ করা থাকে বাধা দিয়েছে, সেই কারণে সেখানকার মানুষ তাদেরকে কোনভাবে গ্রহণ করতে পারেনি। তাই ওদের ফলাফল এত খারাপ।” এছাড়াও তিনি বলেন, “শুধুমাত্র টাকা খাইয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে সব জায়গায় জেতা যায় না। জিটিএ নির্বাচন তার প্রমাণ।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর