বাংলা হান্ট ডেস্কঃ ‘বুকে পা তুলে দেব ‘, ফের একবার বিতর্কিত মন্তব্য বিজেপি (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তৃণমূল (Trinamool Congress) কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে দিলীপবাবুর এহেন মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।
অতীতে একাধিক সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করা হোক কিংবা নিজের দলের বিরুদ্ধে বেফাঁস বক্তব্য, সর্বদাই খবরের শিরোনামে বিরাজ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও পিছপা হন না তিনি। অবশ্য এদিন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে দিলীপের হুঁশিয়ারি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সর্বত্র।
বর্তমানে বেলদায় একটি গেস্ট হাউসে রয়েছেন বিজেপি সাংসদ। উল্লেখ্য, এদিন রাস্তায় বেরোতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি এবং পরবর্তীতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “সকাল সকাল চোরদের মুখ দেখতে হল। বুকে পা তুলে দেব।” একজন সাংসদের এহেন বক্তব্য করা উচিত কিনা, এই বিষয়টি ঘিরে বর্তমানে সমালোচনায় সরব হয়েছে একাধিক মহল।
কি কারণে মেজাজ হারালেন দিলীপ ঘোষ? এদিন বিজেপি সাংসদ ক দেখামাত্রই ‘চোর চোর’ বলে আক্রমণ শানাতে থাকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা। এমনকি ‘গো ব্যাক’ স্লোগান পর্যন্ত দেওয়া হয়। সূত্রের খবর, ১০০ দিনের কাজে কেন্দ্রের দ্বারা রাজ্যকে বঞ্চনা করার জন্য দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে মানুষ।
প্রসঙ্গত, অতীতে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ১০০ দিনের কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং আবাস যোজনায় কেন্দ্র টাকা আটকে রেখেছে, এহেন অভিযোগ তুলে বিজেপি সরকারকে কটাক্ষ ছুড়ে দেয় ঘাসফুল শিবির। সম্প্রতি এই ইস্যুকে সামনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সকল বিষয়কে কেন্দ্র করেই এদিন দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনে নামে তৃণমূল কংগ্রেস কর্মীরা।
তবে শেষপর্যন্ত মেজাজ হারান বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি এবং পরবর্তীতে বুকে পা তুলে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিতে দেখা যায় তাঁকে, যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।