মোদীর CBI-নয়, বরং বিশ্বস্ত নির্মলার ইডি! ফের বিস্ফোরক বয়ান দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় তদন্ত করে চলেছে সিবিআই (CBI) এবং ইডি (ED)। নিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় যৌথভাবে এগোচ্ছে তাদের তদন্ত। এর মাঝেই গতকাল ‘সেটিং’ সংক্রান্ত বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সিবিআইয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ‘সেটিং’ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ইডিকে নিরপেক্ষ এবং বিশ্বস্ত এজেন্সি বলে প্রশংসাও শোনা যায় দিলীপের গলায়। এদিন ফের একবার নিজের বক্তব্যে অনড় থেকে বিজেপি নেতা বুঝিয়ে দিলেন, মোদীর সিবিআইয়ের চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ইডি বরং অনেক বিশ্বস্ত। তাঁর এই বক্তব্যের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি নেতৃত্বও যে ক্ষুব্ধ রয়েছে, তা বলা বাহুল্য।

উল্লেখ্য, বিগত বেশ কয়েক বছর ধরে একাধিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করলেও এখনো পর্যন্ত বিশেষ সাফল্যের মুখ দেখেনি তারা। তবে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি মামলায় অন্তর্ভুক্তি ঘটানোর মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে তারা, এছাড়াও একাধিক দুর্নীতি মামলায় তদন্তের জাল ক্রমশ গুটিয়ে চলেছে তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই গতকাল দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল সরকারের সঙ্গে সিবিআইয়ের সেটিং হয়ে গিয়েছে, এটা বুঝতে পেরেই বর্তমানে কেন্দ্রীয় অর্থমন্ত্রীক দ্বারা ইডিকে পাঠানো হয়েছে। সিবিআইয়ের কোনো কোনো অফিসার রাজ্যে শাসক দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। কেউ কোটি টাকা পেয়েছে, আবার কেউ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেই জন্যই বর্তমানে ইডিকে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে যারা সেটিং করেছিল, তারা এখন ওদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আসলে এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে।”

দিলীপের এহেন মন্তব্যের পরেই শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, “সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থা। তাদের বিরুদ্ধে ‘সেটিং’ তত্ত্ব এনে উনি কি নিজের দলের বিরুদ্ধেই প্রশ্ন তুলে দিলেন?” বিশেষজ্ঞদের মতে, দিলীপের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বর্তমানে যেখানে সিবিআইয়ের তরফ থেকে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করা হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির এহেন মন্তব্য করা কখনোই উচিত নয়! আবার অপরদিকে, সিবিআই প্রধানত নরেন্দ্র মোদীর হাতেই থাকে, সেই সূত্রে সিবিআইকে আক্রমণ করা আসলে মোদীর সমালোচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

তবে সকল বিতর্ক মাঝেও এদিন নিজের বক্তব্যে অনড় থাকেন দিলীপ। গতকালের মন্তব্য প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে দিলীপের সাফ জবাব, “আমি কেবলমাত্র আমার দুঃখের কথা জানিয়েছি। নির্বাচনের পর যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল, সেখানে আমরা একাধিক বিজেপি কর্মীদের হারাই। কিন্তু সেই তদন্তে তেমন সাফল্যের মুখ দেখেনি সিবিআই। ওদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি।”

dilip ghosh 10 1

পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ করে তিনি বলেন, “গতকাল আমি কুকুরের প্রসঙ্গ এনেছিলাম। কুকুর সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। আসলে আমার ডাক্তার বাবু ভয় পেয়ে গিয়েছে। ওনার বাড়িতে যদি কুকুরটি পৌঁছে যায়, সেই ভয়ে উনি এখন একাধিক মন্তব্য করে চলেছেন। আমার কাছে ইডি হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত একটি এজেন্সি।” এক্ষেত্রে ডাক্তার বাবু বলতে দিলীপের নিশানায় কে, সে বিষয়ে এখনো স্পষ্ট হয়নি। তবে সিবিআই ও ইডি প্রসঙ্গে তাঁর বক্তব্য বাংলার পাশাপাশি দেশের রাজনীতিতেও একাধিক বিতর্কের সৃষ্টি করল বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর