বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির বিরুদ্ধে বরাবরই সুর চড়িয়ে এসেছে তৃণমূল। বারংবার তারা অভিযোগ করেছে রাজনৈতিক স্বার্থে বিজেপি সিবিআই, ইডিকে ব্যবহার করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমে প্রতিবাদও করেছে তৃণমূল। কিন্তু এবার সিবিআই এর বিশ্বাস যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের সাথে সিবিআই এর “সেটিং” হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা। দিলীপের মন্তব্যে জেরে স্বাভাবিকভাবেই মহা অস্বস্তিতে পড়েছে বিজেপি।
মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার কলকাতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগদান করেন। সেখানেই সিবিআই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার সাথে সেটিং হয়েছে সিবিআইয়ের। সে কথা বুঝতে পেরেই কেন্দ্রীয় সরকার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের (ইডি) পাঠিয়েছে। বাংলার সাথে সিবিআইয়ের সেটিং করা হয়েছে। তা বুঝতে পেরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইডিকে তদন্তের জন্যে পাঠিয়েছে।”
পাশাপাশি দিলীপ ঘোষের আরো বক্তব্য, “তৃণমূল নেতারা বলছেন ইডি কেন? সিবিআই এর অফিসারেরা লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা ঘুষে বিক্রি হয়ে যায়। কিন্তু ইডিকে তৃণমূল নিজেদের বশে আনতে পারেনি। ইডি আধিকারিকদের সাথে সেটিং করা যাচ্ছে না বলে তৃণমূল নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।”
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “বিকৃত ভাবনা ও ভাষা। একজন সুস্থ রাজনীতিকের মুখে যার দল কিনা দিল্লিতে ক্ষমতাশীন, তার মুখে এই ভাষা শোভা পায় না। কিসের সেটিং? আপনার দলের নরেন্দ্র মোদি, অমিত শাহ ক্ষমতায় আছেন। তাদের অধীনেই সিবিআই। পরোক্ষভাবে দিলীপবাবু কি বলতে চাইলেন সেটিং করে শুভেন্দু অধিকারীকে এফ আই আর এর বাইরে রাখা হয়েছে! কাহি পে নিগাহে, কাহি পে নিশানা। সিবিআই শুভেন্দুকে গ্রেফতার করুক এটাই কি উনি চাইছেন? শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল হিসেবে উনি এই বিবৃতি দিয়েছেন।”