বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকেই নানারকম বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচিত হয়ে এসেছেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বেফাঁস, বিস্ফোরক, বিতর্কিত মন্তব্যকারীদের তালিকায়, তাঁর নাম রয়েছে প্রথম সারিতেই। তবে এবার ভ্যাকসিন নিয়ে তাঁর এক মন্তব্যের জেরে হইচই পড়ে গেছে রাজ্যের অন্দরে। তাঁর দাবী, ‘সব জিনিসেই তো GST থাকে, তাহলে করোনা ভ্যাকসিনে কেন থাকবে না?’
করোনা আবহে বেশ কিছু দিন ধরেই ভ্যাকসিন এবং করোনা চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামকেও করের আয়ত্তায় রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে GST কাউন্সিলে। তবে এনিয়ে GST কাউন্সিল এখনও কোন সিদ্ধান্ত না নিতে পারায় পরবর্তী বৈঠকের দিন নির্ধারণ করেছে ৮ ই জুন। তবে অক্সিজেন, রেমডেসিভির, এমনকি ভ্যাকসিনের উপর থেকে GST তুলে নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজ্য সরকার।
এবার এই ভ্যাকসিনের উপর থেকে GST তুলে নেওয়া উচিৎ কিনা, তা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘যখন সব জিনিসে GST থাকে, করোনা ভ্যাকসিনে কেন থাকবে না? কেন্দ্র থেকে বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো হলেও, রাজ্যে তা ব্ল্যাক মার্কেটিং করা হচ্ছে। এবিষয়ে শ্বেতপত্র প্রকাশ করা উচিৎ রাজ্যের পক্ষ থেকে’।
ভ্যাকসিন ইস্যু নিয়ে মন্তব্য করার পাশাপাশি রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এখনও আমাদের বহু কর্মীরা ঘর ছাড়া রয়েছেন। থানায় গেলে বলছে, এভাবে আরও ৫ বছর মার খেতে হবে। রাজ্যকে জানিয়ে কোন লাভ হচ্ছে না। এভাবে কিন্তু চলা যায় না’।