করোনা রোগে মৃত্যুর সংখ্যা জানাতে অডিট কমিটি কেন? আদালতে মামলা দায়ের দিলীপ ঘোষের

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির।রাজ্যে করোনা মোকাবিলা করতে প্রথম থেকেই বেশি সরব হয়েছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টাই কোয়ারেন্টাইনে হাসপাতালগুলিতে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিলো রাজ্য সরকারের তরফ থেকে ।

বিজেপি নেতা অর্জুন সিং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে হাইকোর্টে যান। এমনকি এই নির্দেশিকা মহামারী আইন বিরোধী, হাইকোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়াও সরকার যে তথ্য গোপন করছে সেই নিয়েও অভিযোগ জানানো হয়েছে। যদিও সরকারি নির্দেশে বলা হয়েছে করোনা আক্রান্ত থেকে মোবাইল দূরে রাখার কথা নাহলে করোনা ছড়াতে পারে।

 

তাই বলা IMG 20200501 WA0003হয়েছে যে করোনা মোকাবিলা করতেই এই পদক্ষেপ। কিন্তু এদিকে এই পরিস্থিতিতেও যাতে কেউ অসুবিধা না সামলাতে হয় তাই সবাইকে বলা হয়েছে এই নিয়ম মানতে। আবার অন্যদিকে বিজেপি জানায় করোনাএ আক্রান্ত তাদের একটু চিকিৎসার জন্যে হাসপাতালে থাকাকালীন তাদের পরিবারের সাথে যাতে যোগাযোগ করা সম্ভব হয় তাই ফোন দেওয়া উচিত। তবে এই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে বলেই সূত্রের খবর।মৃতের সংখ্যা প্রকাশে অডিট কমিটি গঠনের ভূমিকা নিয়েও এদিন মুখ

খোলেন বিজেপি সভাপতি। তিনি বলেন সবটাই নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। বিজেপির দাবী সব সত্যি তথ্য ফাঁস হওয়ার কারণে সরকার মোবাইল নিষিদ্ধ করেছে। যদিও রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়েছে সংক্রমণের জন্যে ফোন নিষিদ্ধ। এবার দেখা যাক এই মামলা কোন দিকে এগোয় আর রায় কি হয়।

সম্পর্কিত খবর