বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরই সমালোচনার তুঙ্গে উঠেছে গেরুয়া শিবির। এবার ফের বিতর্কে শিকার হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় আজ ফের মারের বদলা মারের হুমকি দেন দিলীপ। ইতিমধ্যেই তৃণমূলের উদ্দেশে খুনের হুমকি দেওয়ায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইএর দায়ের করেছে পুলিস। যদিও এই FIR উড়িয়ে দিয়েছেন তিনি, কোনো কথাই বলেননি এই বিষয়ে।
আজ বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশগ্রহণ করে দিলীপ ঘোষ দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “মার খেয়ে কান্নাকাটি করতে আসবেন না। প্রতিশোধ নিয়ে আসবেন। আইন শৃঙ্খলা দেখার কাজ আমাদের নয়। সরকারের দায়িত্ব।” তার এই বক্তব্যের পর তুঙ্গে ওঠে সমালোচনা ও বিতর্ক।
এর আগেও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় দিলীপ ঘোষকে। সোমবার কোলাঘাটের সভা তৃণমূলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “২৮,০০০ কেস দিয়েছে আমাদের কর্মী সমর্থকদের। আমার নামে ৩০৭টা কেস দিয়েছে- খুনের মামলা! আমি যদি খুন করা শুরু করি তো তোর বংশ লোপাট হয়ে যাবে! খুন করিনি, তাতেই ১৮টা সিট… আমরা এত সহজে ভুলি না। জেনে রাখুন, আজ হোক বা কাল সরকার পরিবর্তন হবেই।” শুধু তাই নয় ‘আমি মারলে লাশ খুঁজে পাওয়া যাবে না’ এই বলে প্রকাশ্যে হুমকি দেন তিনি।