বাংলা হান্ট ডেস্ক: পূর্ব মেদিনীপুরের BJP নেতা আনিসুর রহমানের গ্রেপ্তারিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “একজন আনিসুরকে ভিতরে পুরলে ১০ জন আনিসুর বাইরে থাকবে। পুলিশ দিয়ে BJP-কে আটকানো যাবে না। BJP-র নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে পুলিশ। তৃণমূলের প্ররোচনাতেই আমাদের নেতা-কর্মীদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা ২৮ হাজার মামলা লড়েছি, দরকার হলে আরো ২৮ হাজার মামলা লড়ব। কিন্তু শেষ দেখে ছাড়বো।”
প্রসঙ্গত, BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তা পরিবর্তনের জন্য জনসমক্ষে আহ্বান জানালেন সকলকে। তিনি বলেন, আমি প্রার্থনা করি জগধাত্রী মা রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনুক। কারণ যারা এই শান্তি ও সমৃদ্ধি রক্ষার দায়িত্বে রয়েছেন তাঁরা রাজনীতি নিয়েই ব্যস্ত। সকলের প্রচন্ড চিন্তায় কাশ্মীরে কি হচ্ছে নিজের রাজ্যে যে কি হচ্ছে তা নিয়ে কারোর কোনো চিন্তা নেই। তাই এই দূর্ভাগ্যজনক পরিস্থিতির পরিবর্তন দরকার। না হলে এরাজ্যে পুজো -পাঠ, আনন্দ -উৎসব কোনওটাই সম্ভব হবে না।”
প্রসঙ্গত, কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিক হত্যার ঘটনায় রাজ্য ও কেন্দ্রকে দুষেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘রাজ্যে কর্মসংস্থান নেই। অন্যদিকে, কাশ্মীরকে জঙ্গিমুক্ত রাজ্য হিসেবে BJP দাবি করছে। কিন্তু ৩৭০ ধারা উঠিয়ে দেওয়ার পরও এখনও জঙ্গিদের আনাগোনা ওই অঞ্চলে একই রকম রয়েছে। তাহলে এই মৃত্যুর দায় কার?’
উল্লেখ্য, অন্যদিকে আবার কাশ্মীরে জঙ্গি হানায় পাঁচ শ্রমিক এর নিশংস মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তীব্র আক্রমণ করলেন মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা বলেন, “মমতা ব্যানার্জি তো বলেন উনি রোজ চাকরি দিচ্ছেন। তাহলে বাংলার মানুষকে জম্মু ও কাশ্মীরে গিয়ে কাজ করতে হচ্ছে কেন? তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকানো উচিত।”
উল্লেখ্য, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “কাশ্মীরে আমাদের রাজ্যের মানুষকে মারা হয়েছে ৷ আমি মনে করি, নৃশংসভাবে এই খুনের ঘটনা পূর্ব পরিকল্পিত৷ কাশ্মীরের মতো জায়গায় এত নিরাপত্তা থাকার পরও এরকম ঘটনা কী করে ঘটে? আমি হতবাক৷ আমাদের রাজ্যেও অন্য রাজ্যের মানুষ থাকে৷ তারা তো এখানে নিরাপদে রয়েছেন৷ তাহলে আমাদের রাজ্যের মানুষ কাশ্মীরে খুন কেন হচ্ছেন?”