খড়গপুরে দিলীপ ঘোষকে এক গোল হিরণের! সাংসদ নয়, বিধায়কেই ভরসা গেরুয়া শিবিরের

বাংলাহান্ট ডেস্ক : খড়গপুরে স্পষ্ট হয়ে উঠছে সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব? সামনেই পুরভোট। খড়গপুরে প্রচারে কার উপর ভরসা রাখবে বিজেপি সেই জল্পনা ছিলই। এবার সাংসদ দিলীপ ঘোষকে এক গোল দিলেন বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। অভিনেতা বিধায়ককে সামনে রেখেই নির্বাচনের প্রচার সারতে চায় দল।

বৃহস্পতিবার খড়গপুর পুরভোটের প্রচারের জন্য একটি কমিটি গঠন করেছে বিজেপি। তাতে প্রচার কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কেই। সঙ্গে থাকছেন খড়গপুরের ৩ পুরোনো নেতা তথা হিরণের সহায়ক। হিরণের এই তিন সহায়ক হলেন তুষার মুখোপাধ্যায়, গৌতম ভট্টাচার্য, এবং জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, যাঁদের কেউই দিলীপ ঘনিষ্ঠ নয় বলেই খবর। দলের ইস্তাহার কমিটির দায়িত্বে রয়েছেন আরও দুই পুরোনো নেতা তরুণ কান্তি দে এবং সমিত মন্ডল। পুরভোট এবং প্রচারের কাজে ব্রাত্যই দিলীপ গোষ্ঠী।

সম্প্রতি খড়গপুর পুরসভা ভোটের প্রচারে একটি বৈঠক ডাকেন সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তাতে দেখা যায়নি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। পরে হিরণ দাবি করেন তিনি জানতেনই না এই বৈঠকের ব্যাপারে। এমনকি কলকাতায় বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে আসা হিরণকে বাদ দিয়ে কেন বৈঠক আয়োজন করলেন দিলীপ ঘোষ সেই প্রশ্নও তোলেন বিধায়ক হিরণ। এমনকি দলের বিরুদ্ধে ক্ষোভে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও ত্যাগ করেন তিনি। যার পর কার্যতই শিলমোহর পড়ে সাংসদ-বিধায়ক দ্বন্দ্বের তত্ত্বে।

IMG 20211203 114523

খড়গপুর পুরভোটে সাংসদ নাকি বিধায়ক কাকে ভরসা করবে দল তা নিয়ে জল্পনা ছিলই। তবে এবার বিধায়ক হিরণেই ভরসা রাখল দল। সম্প্রতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৈঠক করেন তাঁর সঙ্গে। বহু চেষ্টার পর মানভঞ্জন হয় তাঁর। তারপরই তাঁকে খড়্গপুর পুরভোটের দায়িত্ব দিল রাজ্যের গেরুয়া শিবির।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর