বাংলাহান্ট ডেস্ক : শুক্রবারই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজনীতিই যাঁর ধ্যানজ্ঞান ছিল, তিনি ৬১ তে এসে বিয়ে করে প্রমাণ করেছেন, বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে শুক্র সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়েছেন বিজেপি নেতা। বিয়ের পরদিনই আবার জন্মদিন দিলীপের (Dilip Ghosh)। আর এদিন সকাল হতেই আবারও চেনা ফর্মে ধরা দিলেন তিনি।
বিয়ের পরদিনই ইকো পার্কে দিলীপ ঘোষ
মর্নিং ওয়াকে গিয়েই রিঙ্কুর সঙ্গে পরিচয় হয়েছিল। বিয়ের রাত কাটতে না কাটতেই আবারও সেই মর্নিং ওয়াক করতে ইকো পার্কে হাজির দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন অনুগামীদের তরফে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। সেখানে শুভেচ্ছা বার্তা যেমন গ্রহণ করেছেন বিজেপি নেতা, তেমনি ধন্যবাদও জানিয়েছেন সকলকে। বিজেপির নেতা নেত্রীরা শুভ কামনা জানিয়েছেন দিলীপ ঘোষকে।
পেয়েছেন প্রচুর শুভেচ্ছা বার্তা: তৃণমূল নেতা কুণাল ঘোষ খবর পাওয়া ইস্তক কটাক্ষ করে চলেছেন বিজেপি নেতাকে। তবে শুক্রবার দিলীপ রিঙ্কুর বিয়ের আগেই গাড়ি করে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা এবং ফুলের বোকে। এবার রাজনৈতিক জগৎ থেকে কি বিদায় নেবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)? কোন খাতে বইবে তাঁর পারস্পরিক এবং রাজনৈতিক জীবন?
আরো পড়ুন : দুবাইয়ের পর এবার কলকাতা, মদের ব্র্যান্ড লঞ্চ করতে শহরে আরিয়ান! শাহরুখও থাকবেন পাশে?
আগামীতে কোন পদে থাকবো: এজন্য দিলীপ ঘোষ (Dilip Ghosh) অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতি ছাড়ার কোনো প্রশ্নই নেই। এতদিন সঙ্ঘের জীবন থেকে বিজেপির ভার গ্রহণ, সবটাই তিনি করেছেন দলীয় নির্দেশ অনুসারে। এরপর ২৬ এর ভোটে আবারও পুরনো দিলীপ ঘোষকেই পাওয়া যাবে কিনা তা নিয়েই চলছে জল্পনা।
আরও পড়ুন : ‘ব্রাহ্মণদের উপরে আমি…’ অত্যন্ত আপত্তিকর মন্তব্য অনুরাগ কাশ্যপের! FIR দায়ের হল পরিচালকের বিরুদ্ধে
প্রসঙ্গত, জানা গিয়েছে বিয়ের প্রস্তাবটা প্রথম দিয়েছিলেন রিঙ্কু। হ্যাঁ বলার জন্য কিছুদিন সময় নিয়েছিলেন দিলীপ ঘোষ। শেষমেষ মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিতেই তিনি বিয়ের পিঁড়িতে বসেন বলে জানা যায়।